শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৫:১১ বিকাল
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৫:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘দুইয়ের অধিক সন্তান থাকলে সরকারি চাকরি নয়’, আইন পাশ করতে যাচ্ছে ভারতের উত্তরপ্রদেশ

লিহান লিমা: [২] উত্তরপ্রদেশ পপুলেশন (কন্ট্রোল, স্টেবিলাইজেশন এন্ড ওয়েলফেয়ার) বিল ২০২১ এর প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে, দুইয়ের অধিক সন্তান থাকা দম্পতি সরকারি চাকরির আবেদন করতে পারবেন না, এমনকি স্থানীয় নির্বাচনেও লড়তে পারবেন না। দ্য প্রিন্ট

[৩] রোববার বিলটি রাজ্যের বিধানসভায় তুলবেন মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ। আগামী ১০দিন বিলটি সম্পর্কে জনমত সংগ্রহের পর ১৯ জুলাই বিলটি পাঠানো হবে রাজ্য সরকারের কাছে।

[৪] খসড়ায় বলা হয়েছে, দুইয়ের অধিক সন্তান থাকলে ৭৭টি সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হতে হবে। সরকারি চাকরিতে থাকাকালীন কারোর দুইয়ের অধিক সন্তান হলে তাকে বহিষ্কার করা হবে।

[৫] এদিকে কোনও দম্পতির যদি শুধুমাত্র একটি সন্তান হয়, কিংবা সন্তান সংখ্যা দুইয়ের মধ্যে থাকে তাহলে অনেক সুযোগ সুবিধা পাবেন তারা। সরকারি চাকরিতে থাকা কারো সন্তান সংখ্যা এক হলে পদোন্নতি, ইনক্রিমেন্ট এবং সরকারি আবাসন প্রকল্পে অগ্রাধিকার এবং সুবিধা পাবেন। সরকারী চাকরি না থাকলেও তারা পানি ও সম্পত্তি কর, গৃহঋণ সহ বহু ক্ষেত্রে ছাড় পাবেন। এক সন্তানের মা-বাবা স্থায়ী পদ্ধতি গ্রহণ করলে তাদের সন্তানের ২০ বছর বয়স পর্যন্ত সরকার বিনামূল্যে শিক্ষা, চিকিৎসা এবং বীমার সুবিধা প্রদান করবে।

[৬] কয়েকদিন আগেই আসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, নিজের রাজ্যে শীঘ্রই দুই সন্তান নীতি চালু করবেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়