শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৪:২১ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৪:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জে পিসিআর মেশিন নষ্ট, করোনা পরীক্ষা হচ্ছে না ৩ দিন আতংকিত রোগীরা

মনোয়ার হোসাইন:[২] কিশোরগঞ্জে এক দিকে করোনা শনাক্তের হার বেশি অন্যদিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনটি নষ্ট হয়ে গেছে। মেশিন নষ্ট হওয়ার কারণে গত বৃহস্পতিবার থেকে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। এতে রোগিরা ও চিকিৎসা নিতে এসে আতংকিত হয়ে ফিরে যাচ্ছে ।

[৩] মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পিসিআর মেশিনটি বৃহস্পতিবার নষ্ট হয়ে যায়। এতে করে করোনার নমুনা পরীক্ষা করা যাচ্ছে না। পিসিআর মেশিন নষ্ট থাকায় গত তিনদিন ধরে সাড়ে আটশ' নমুনা জমা পড়েছে।

[৪] মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. নজরুল ইসলাম জানান, পিসিআর মেশিনটি যেখান থেকে সাপ্লাই দেওয়া হয়েছে, তাদের সঙ্গে কথা বলেছেন তিনি। তারা প্রকৌশলী পাঠিয়েছেন। শনিবার সকাল থেকে তারা কাজ শুরু করেছেন।

[৫] মেশিনটি মেরামত করার সঙ্গে সঙ্গে আবারও কাজ শুরু করা যাবে বলে জানা গেছে মেশিনটি নষ্ট হওয়ায় গত তিনদিনে সাড়ে আটশ' স্যাম্পল স্টোরে জমা ছিল। সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান জানান, শনিবার স্যাম্পলগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

[৬] উল্লেখ্য, গত বছরের ৩১ মে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রিয়াল টাইম পলিমারেস চেইন রি-অ্যাকশন (আরটি পিসিআর) ল্যাব স্থাপন করা হয়। এখান থেকে প্রতিদিন দুই শিফটে ১৮৮ টি নমুনা পরীক্ষা করা যায়। এদিকে ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু জানান, করোনা হার বৃদ্ধি পাওয়ায় রোগিরা ও চিকিৎসা নিতে এসে আতংকিত হয়ে ফিরে যাচ্ছে । দ্রুতপিসিআর মেশিন টি সচল করার আহবান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়