শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৩:২১ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৩:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুনামগঞ্জে লকডাউনের ১০ম দিনে মোবাইল কোর্টের অভিযান,৪টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

জাকারিয়া জোসেফ : [২] কঠোর লকডাউনের দশমদিনে সাধারন মানুষজন লকডাউন না মানা, পথচারীরা স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ব্যবহার না করেই রাস্তায় বেরিয়ে আসা বন্ধ করতে সুনামগঞ্জ জেলা প্রশাসন,সেনাবাহিনী,পুলিশ র‌্যাব ও বিজিবির সদস্যরা কাজ করলেও সাধারন মানুষজনকে ঘরে আটকিয়ে রাখা যাচ্ছে না। এই করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা তেমন একটা সাধারন মানুষজনের মধ্যে পৌছায়নি বলে অভিযোগ সাধারন মানুষজনের। ফলে নিষেধাজ্ঞা অমান্য করেই জীবন জীবিকার প্রয়োজনে নিম্নআয়ের মাুনষজন রাস্তায় কারণে অকারণে বের হচ্ছেন এবং রিকসা ও ভ্যান গাড়ি সহ দোকাপাঠ খোলা রেখেছেন ।

[৩] শনিবার সকাল থেকে লকডাউনের দশম দিনে ও সেনাবাহিনীর সহযোগিতায় (সহকারী কমিশনার) ম্যাজিস্ট্রেট মো. সম্রাট হোসেন ও সেনাবাহিনীর উপ অধিনায় মেজর আসিফ তানভীর রেজা খানের নেতৃত্বে সেনা সদস্যরা শহরের কাজির পয়েন্টও ষোলঘর পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীর বিরুদ্ধে মামলা করা হয় এবং আরো বেশ কয়েকজনকে আর্থিক জরিমানা প্রদান করা হয়।

[৪] এ ব্যাপারে মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট মো. সম্রাট হোসেন,বলেন,করোনার প্রকৌপ ব্যাপকহারে বেড়ে যাওয়ায় সাধারন মানুষজনকে ঘরের মধ্যে রাখার একটি উদ্যোগ নিতে সেনাবাহিনীর সহায়তায় জীবনের ঝুকি নিয়ে মাঠপর্যায়ে প্রতিনিয়ত কাজ করা হচ্ছে। মাধারন মানুষজনকে ঘরে রাখতে জেলা প্রশাসনের মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. মোরশেদ ও সদর থানার এ এস আই মো. সোহেলসহ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়