শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০২:৪২ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুবলীর কাছে চলচ্চিত্রই একমাত্র ভালোবাসা

ইমরুল শাহেদ: ক্যাসিনো ছবির কাজ শেষ করেই বুবলী হঠাৎ আড়ালে চলে গিয়েছিলেন। এই আড়ালের সময়টা তার কখন, কোথায়, কিভাবে কেটেছে তা আজও রহস্যই রয়ে গেছে। কিন্তু তিনি যখন ফিরে এলেন তখন অনেকটাই বদলে গেছেন। ফোন বদল করেছেন। ফেসবুকে নিজের আইডি পরিবর্তন করেছেন।

ইউটিউব চ্যানেল খুলেছেন বলে শোনা যায়। তিনি যা বলার ফেসবুকে লেখেন বা কোনো বিবৃতি দিতে হলে ইউটিউবের আশ্রয় নেন। সবই ভালো লক্ষণ। তার সঙ্গে এ রিপোর্টারের দেখা হয় রিভেঞ্জ ছবির সেটে। শুটিংয়ের এক ফাঁকে বললেন, ‘আমাকে মেসেজ পাঠালেই ফোন ধরি। অচেনা নাম্বারের ফোন ধরি না।’ তার হাতে বর্তমানে দুটি ছবি আছে। ছবি দুটি হলো ‘লিডার: আমিই বাংলাদেশ’ এবং ‘রিভেঞ্জ’। ম্যুভমেন্ট নিষেধাজ্ঞার কারণে এখন দুটি ছবিরই কাজ বন্ধ রয়েছে।

একইসঙ্গে দুটি ছবির কাজ করা নিয়ে বুবলী বলেছেন, বরাবরই আমি একটা শেষ করে আরেকটার কাজ ধরি। তবে এবার ছবি দুটির সিডিউল মিলে যাওয়ায় একসঙ্গেই কাজ করতে হয়েছে। দুজন পরিচালকই ভীষণ সহযোগিতা করছেন। আসলে দুটি সিনেমার চরিত্র দুই রকম। ঐ জায়গা থেকে চ্যালেঞ্জটা বেশি। শ্রমটাও অনেক বেশি দিতে হচ্ছে। কিন্তু ভালো লাগছে।’

‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির কাজের অভিজ্ঞতা নিয়ে বুবলী বলেছেন, শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা বরাবরই ভালো। অনেক কিছু শেখা যায়। আর এই সিনেমার পরিচালক তপু খান নতুন নির্মাতা, নতুনভাবে চিন্তা করে কাজ করছেন। এটা ভালো লাগছে। টিমটাও খুব ভালো। শুটিংয়ে নামার আগে টেবিল ওয়ার্ক, মিটিং করা এই জিনিস গুলা খুব গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে এ সিনেমায়।’ সাবেক সংবাদ পাঠিকা বুবলীর কাছে এখন চলচ্চিত্রই একমাত্র ভালোবাসা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়