শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০২:১৮ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের পটিয়ায় কিশোরকে হত্যা করে অটোরিকশা ছিনতাই

গিয়াস উদ্দিন: [২] চট্টগ্রামের পটিয়ায় মেহেদী হাসান (১৫) নামের এক কিশোরকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ।শনিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ছনহরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ধাওরডেঙ্গা গ্রামের রাস্তার পাশের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

[৩] নিহত মেহেদী হাসানের বাড়ি বরিশাল জেলায়। তবে সে বিগত অনেক দিন ধরে মা ও ভাইকে নিয়ে পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডে একটি ভাড়া বাসায় থাকত।স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন আগে নিহত মেহেদীর বাবা-মায়ের বিচ্ছেদ হয়। এরপর থেকে মেহেদী হাসান তার মা ও ভাইকে নিয়ে ভাড়া বাসায় থাকত। সংসারের খরচ চালানোর জন্য মেহেদী ব্যাটারিচালিত অটোরিকশা চালানো শুরু করে।

[৪] শুক্রবার সন্ধ্যায় মেহেদী রিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেনি। সকালে থানায় গিয়ে ভাইয়ের লাশ উদ্ধারের খবর পায় তারা।পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার বুকে ছুরিকাঘাত করা হয়েছে, মাথায় আঘাতের ক্ষত চিহ্ন রয়েছে।

[৫] ধারণা করা হচ্ছে, ওই কিশোরকে হত্যা করে যাত্রীবেশী দুর্বৃত্তরা । তাকে হত্যার পর মরদেহ সেখানে ফেলে রিকশাটি নিয়ে পালিয়েছে তারা। শনিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি চমেক মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়