শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৯:০১ সকাল
আপডেট : ১০ জুলাই, ২০২১, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ও উপসর্গে দেশের বিভিন্ন জেলায় দেড়শতাধিক মৃত্যু

হ্যাপি আক্তার: [২] করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কোনোভাবেই কমছে না। বেড়েই চলছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। কিছুতেই যেন নিয়ন্ত্রণে আসছে না করোনা পরিস্থিতি।

[৩] এমন অবস্থায় গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ১৮, রাজশাহীতে ১৪, কুমিল্লায় ৭, খুলনায় ১০,  চট্টগ্রামে ৩, বরিশালে ১৬, সাতক্ষীরায় ১০,  ময়মনসিংহে ১২,  চুয়াডাঙ্গায় ৯, ঠাকারগাঁয়ে ৩, দিনাজপুরে ২, নোয়াখালীতে ২, খাগড়াছড়িতে ৩, ফরিদপুরে ১৯, বগুড়ায় ১২, নড়াইলে ২, সিলেট বিভাগে ৬ ও শেরপুরে ২ জনের মৃত্যু হয়েছে। ডিবিসি নিউজ, যমুনা টিভি

** কুষ্টিয়া: কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৮ জন মারা গেছেন। এর মধ্যে ১৫ জন করোনায় এবং তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন। শুক্রবার (৯ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (১০ জুলাই) সকাল ৮টার মধ্যে মারা যান তারা। এসব তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন। ঢাকা পোস্ট

** রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। জাগোনিউজ২৪

** কুমিল্লা: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৯০৩ জনের করোনা পরীক্ষা ৩৭৫ জনের করোনা শনাক্তের দিন নতুন করে মৃত্যু হয়েছে আরও ৭ জনের।

শুক্রবার (৯ জুলাই) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন সর্বোচ্চ আক্রান্তের এই তথ্য নিশ্চিত করেছেন। আর টিভি

** খুলনা: খুলনার তিন হাসপাতালে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (১০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় সাতজন এবং উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। ঢাকা পোস্ট

** চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিন জন মারা গেছেন। একই সময়ে ১২টি ল্যাবে এক হাজার ৯০৭টি নমুনা পরীক্ষা করে ৬০৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (১০ জুলাই) জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে। দ্য ডেইলি স্টার

** বরিশাল: করোনা ও উপসর্গ নিয়ে বরিশাল বিভাগে ১৬ জনের মৃত্য হয়েছে। গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ২৮৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৩৯৯ জনে। বাংলানিউজ২৪

** ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।

মৃতদের মধ্যে ছয়জন করোনায় এবং ছয়জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইত্তেফাক

** নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ ও কবিরহাট উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে ১৫৪ জন। নতুন করে আরও ১৬৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ২৯ দশমিক ০৮ শতাংশ। এদিকে চলমান বিধিনিষেধ অমান্য করায় ১০৬জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

** খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু ও উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।তাদের মধ্যে একজন করোনা আক্রান্ত হয়ে ১ জন ও অপর তিন জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪ জনে।

** ফরিদপুর: ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। ৩৭৫ জনের নমুনা পরীক্ষার নতুন করে ১৬৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪৭ দশমিক ১৯ শতাংশ। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, এদের মধ্যে করোনা শনাক্ত হয়ে ১০ জন এবং উপসর্গ নিয়ে আরো ৯ জন মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৩৭৫ জন।

** বগুড়া: বগুড়ায় করোনায় এবং করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ৭ জন, শহীদ জিয়াতে ৪ জন এবং এবং টি এম এস হাসপাতালে ১ জন । মৃতরা বগুড়া, সিরাজগঞ্জ জয়পুরহাট এবং নওঁগা জেলার বাসিন্দা।

**নড়াইল: নড়াইলে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

** সিলেট: সিলেট বিভাগে করোনা ভাইরাসে নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছে ৩৯৪ জন। শনাক্তের হার ৫৫ দশমিক ৪১ শতাংশ। এদিকে সিলেটের হাসপাতালগুলোতে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর চাপ। আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

** শেরপুর: করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় শেরপুরে ২ জনের মৃত্যু হয়েছে।

** সাতক্ষীরা:

** চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ঠাকারগাঁও:

দিনাজপুর:

পাবনা:

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়