শিরোনাম
◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ০৭:০৫ বিকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ০৮:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাঁড়িভাঙ্গার কূটনীতিতে প্রশংসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চীনের অস্বীকৃতিতে ভেস্তে গেছে ইমরান খানের উদ্যোগ

তরিকুল ইসলাম:[২] প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুর বাড়ি রংপুর এলাকার বিখ্যাত সুস্বাদু হাঁড়িভাঙ্গা আমের স্বাদ পাচ্ছেন আফগানিস্তান-পাকিস্তান বাদে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের সরকার ও রাষ্ট্র প্রধানরা। কূটনীতিতে এমন রসালো ও টইটুম্বুর স্বাদের উদ্যোগী প্রধানমন্ত্রী নিজেই!

[৩] পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, আম খেয়ে দেশগুলোর শীর্ষ নেতাদের টুইট ও চিঠি চালাচালির খবর গণমাধ্যমে এলেও মূলত হাঁড়িভাঙ্গা সঙ্গে হিমসাগর, ফজলি ও ল্যাংড়া আমও ছিলো উপহারের তালিকায়।

[৪] বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দক্ষিণ এশিয়ার যে পাঁচটি দেশের রাষ্ট্র বা সরকার প্রধান অংশ নিয়েছিলেন তাদেরকে এরই মধ্যে পাঠানো হয়েছে।মধ্যপ্রাচ্যের যেসব দেশে বাংলাদেশের মিশন ও বেশি বাংলাদেশি রয়েছেন অগ্রাধিকার ভিত্তিতে সেই সব দেশেও পাঠানো হচ্ছে।

[৫] প্রতিবছর উপহার হিসেবে বিভিন্ন দেশে আম পাঠানো হয়। করোনার কারণে এবার অনেক দেশেই পাঠানো সম্ভব হচ্ছে না। পূর্ব-পশ্চিমের অনেক দেশের সঙ্গে সুসম্পর্ক থাকায় তাদের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

[৬] ঢাকা চায় দেশগুলোতে বাংলাদেশের বাহারি আমের সঙ্গে অন্যান্য ফলমূলের বাণিজ্যর দুয়ার খুলুক। মধ্যপ্রাচ্যে বাংলাদেশি আমের কদর রয়েছে এবং আম পাঠালে দেশগুলো খুশি হয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

[৭] ভারতের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং বাংলাদেশের সীমান্ত লাগোয়া আসাম, ত্রিপুরা, মেঘালয় ও মিজোরামের রাজ্য প্রধানরা আম পেয়ে প্রধানমন্ত্রীকে টেলিফোন করেছেন এবং চিঠিও দিয়েছেন। কেউ কেউ আবার টুইট করেছেন।

[৮] এবার ৩২টি দেশে উপহারের আম পাঠাতে চেয়েছিলো পাকিস্তান। করোনা সতর্কতায় চীন আম গ্রহণে অস্বীকৃতি জানালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের এ উদ্যোগ শুরুতেই শেষ হয়ে যায়। যদিও ওই তালিকায় বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার সাতটি রাষ্ট্র ছিলো।

[৯] আম উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেন, আপনার পাঠানো আম উপহার আমাকে অভিভূত করেছে। এই উপহার আমার কাছে সম্প্রতি ঢাকা সফরের সময়কার চমৎকার আতিথেয়তার সুখস্মৃতিকে ফিরিয়ে এনেছে।

[১০] প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভালো লেগেছে। ওই আমের মধ্যে আপনার যে স্নেহ ও বাংলাদেশের যে সৌরভ মিশে আছে, তাকে আমি সম্মান জানাই। আমি সত্যিই আপ্লুত।

[১১] উপহার হিসেবে আম পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি টেলিফোনে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

[১২] মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আম হতে ছবি টুইট করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়