শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ১২:১৫ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যুভমেন্ট নিষেধাজ্ঞার অবসরে নিজেকে আরো বেশি করে প্রস্তুত করছেন নায়িকা প্রিয় মনি

ইমরুল শাহেদ: ‘ভালোবাসার প্রজাপতি’ শেষ করার পর মডেল ও অভিনেত্রী প্রিয় মনি ম্যুভমেন্ট নিষেধাজ্ঞা শুরু হওয়ার পর থেকে ঘরেই আছেন। হাতে যেসব কাজ আছে সেগুলোর কাজ বাতিল হয়ে গেছে এবং শুটিং করার কোনো সুযোগও এখন আর নেই। তিনি বলেন, টিভিসি, ওয়েব ফিল্মসহ যেসব কাজগুলো করার জন্য শিডিউল করা ছিল, সেগুলো এখন চলে গেছে ঈদের পরে। সেটাও নির্ভর করছে পরিস্থিতির উপর। পরিস্থিতি অনুকূলে এলেই কাজ শুরু হবে।

তিনি বলেন, সকলের সঙ্গে আমার যোগাযোগ আছে। কথাবার্তা হচ্ছে। কবে, কখন, কিভাবে আমরা আবার কাজ শুরু করব। এছাড়া কিছু নতুন কাজেরও অফার আছে। পরিস্থিতিগত কারণে সরাসরি মিটিং করা যাচ্ছে না। কিন্তু অনলাইনে তাদের সঙ্গে আমার আলাপ-আলোচনা হচ্ছে। এসব মিটিং ছাড়াও লেখাপড়া নিয়েও আমি কিছুটা ব্যস্ত আছি। অনলাইনে ক্লাস হয়। যাহোক আশা করছি ঈদের পর আমাদের জন্য একটা সুন্দর দিন ফিরে আসবে। সেদিনের অপেক্ষায় আছি। আমি নিয়মিত জিম করছি। যাতে ঘরে বসে থেকে মোটা না হয়ে যাই। কাজের জন্য ফিটনেসটা খুব দরকার। এক থেকে দেড় ঘণ্টা জিমে কেটে যায়। দুই আড়াই ঘন্টা অনলাইনে ক্লাস থাকে। এছাড়া অবসরে ম্যুভি দেখি। চেষ্টা করছি অভিনয় দক্ষতা আরো কিভাবে বাড়ানো যায়। গেল ঈদে আমার ‘কসাই’ ছবিটি এ্যাপসে মুক্তি পেয়েছিল। ছবিটির জন্য আমি প্রশংসিত হয়েছি। ভেবে ছিলাম এবার ঈদেও সেরকম কিছু একটা করব। কিন্তু আমার সব ধরনের প্রস্তুতি থাকা সত্তে¡ও পরিস্থিতিগত কারণে সেটা আর হলো না। এই নিয়ে মনে একটা কষ্ট কাজ করছে। কারণ প্রথম ছবি কসাই-এর প্রশংসা পাওয়ার পর আমার মনে হয়েছে দর্শক আমার কাছে আরো বেশি কিছু আশা করে। গণমাধ্যমের লেখালেখি থেকেও বুঝেছি সবাই আমার কাছে আরো বেশি বাণিজ্যিক ছবির কাজ চায়। তো হলো না যখন, তার দুঃখ নিয়ে দিন কাটাচ্ছি। তবুও মনে একটা শান্ত¡না আছে যে, আমার একটা বিজ্ঞাপনচিত্র এখন টেলিভিশনে প্রচার হচ্ছে। একইসঙ্গে উল্লেখ করতে চাই, এই অবসরে রান্নাবান্নার কাজটাও শিখছি, যা আগে কখনো করিনি। আফটার অল আমি মেয়েতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়