শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ১২:১৫ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যুভমেন্ট নিষেধাজ্ঞার অবসরে নিজেকে আরো বেশি করে প্রস্তুত করছেন নায়িকা প্রিয় মনি

ইমরুল শাহেদ: ‘ভালোবাসার প্রজাপতি’ শেষ করার পর মডেল ও অভিনেত্রী প্রিয় মনি ম্যুভমেন্ট নিষেধাজ্ঞা শুরু হওয়ার পর থেকে ঘরেই আছেন। হাতে যেসব কাজ আছে সেগুলোর কাজ বাতিল হয়ে গেছে এবং শুটিং করার কোনো সুযোগও এখন আর নেই। তিনি বলেন, টিভিসি, ওয়েব ফিল্মসহ যেসব কাজগুলো করার জন্য শিডিউল করা ছিল, সেগুলো এখন চলে গেছে ঈদের পরে। সেটাও নির্ভর করছে পরিস্থিতির উপর। পরিস্থিতি অনুকূলে এলেই কাজ শুরু হবে।

তিনি বলেন, সকলের সঙ্গে আমার যোগাযোগ আছে। কথাবার্তা হচ্ছে। কবে, কখন, কিভাবে আমরা আবার কাজ শুরু করব। এছাড়া কিছু নতুন কাজেরও অফার আছে। পরিস্থিতিগত কারণে সরাসরি মিটিং করা যাচ্ছে না। কিন্তু অনলাইনে তাদের সঙ্গে আমার আলাপ-আলোচনা হচ্ছে। এসব মিটিং ছাড়াও লেখাপড়া নিয়েও আমি কিছুটা ব্যস্ত আছি। অনলাইনে ক্লাস হয়। যাহোক আশা করছি ঈদের পর আমাদের জন্য একটা সুন্দর দিন ফিরে আসবে। সেদিনের অপেক্ষায় আছি। আমি নিয়মিত জিম করছি। যাতে ঘরে বসে থেকে মোটা না হয়ে যাই। কাজের জন্য ফিটনেসটা খুব দরকার। এক থেকে দেড় ঘণ্টা জিমে কেটে যায়। দুই আড়াই ঘন্টা অনলাইনে ক্লাস থাকে। এছাড়া অবসরে ম্যুভি দেখি। চেষ্টা করছি অভিনয় দক্ষতা আরো কিভাবে বাড়ানো যায়। গেল ঈদে আমার ‘কসাই’ ছবিটি এ্যাপসে মুক্তি পেয়েছিল। ছবিটির জন্য আমি প্রশংসিত হয়েছি। ভেবে ছিলাম এবার ঈদেও সেরকম কিছু একটা করব। কিন্তু আমার সব ধরনের প্রস্তুতি থাকা সত্তে¡ও পরিস্থিতিগত কারণে সেটা আর হলো না। এই নিয়ে মনে একটা কষ্ট কাজ করছে। কারণ প্রথম ছবি কসাই-এর প্রশংসা পাওয়ার পর আমার মনে হয়েছে দর্শক আমার কাছে আরো বেশি কিছু আশা করে। গণমাধ্যমের লেখালেখি থেকেও বুঝেছি সবাই আমার কাছে আরো বেশি বাণিজ্যিক ছবির কাজ চায়। তো হলো না যখন, তার দুঃখ নিয়ে দিন কাটাচ্ছি। তবুও মনে একটা শান্ত¡না আছে যে, আমার একটা বিজ্ঞাপনচিত্র এখন টেলিভিশনে প্রচার হচ্ছে। একইসঙ্গে উল্লেখ করতে চাই, এই অবসরে রান্নাবান্নার কাজটাও শিখছি, যা আগে কখনো করিনি। আফটার অল আমি মেয়েতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়