শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ১১:৩৮ রাত
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ১১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যত বড় প্রভাবশালী হোক কাউকে ছাড় দেওয়া হবে না: চসিক মেয়র

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, নগরীর ভেতর দিয়ে প্রবাহমান অনেক খাল ভূমি দস্যুদের আগ্রাসনে বিলুপ্ত হয়ে গেছে। যেগুলো এখনো প্রবাহমান রয়েছে সেগুলোর দু’পাশের ৮ থেকে ১০ ফুটের বেশি অংশ বেদখল হয়েছে, অবৈধ স্থাপনা গড়ে ওঠেছে। তিনি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, নগরীর পানি চলাচলের প্রধান গতিপথ খালগুলোর ইঞ্চি পরিমাণ অংশের ওপর থেকেও অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করা হবে। যত বড়ই প্রভাবশালী হোক-না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। সি.এস এবং আর.এস জরিপের নকশা অনুযায়ী খালের সীমা যেভাবে নির্ধারিত রয়েছে, সেই অবস্থান অবশ্যই নিশ্চিত করা হবে।

[৩] তিনি বৃহস্পতিবার সকালে নগরীর দক্ষিণ বাকলিয়া ইসহাকের পুল সংলগ্ন এলাকায় চসিকের খাল পরিষ্কার ও আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন কালে এসব কথা বলেন।

[৪] এসময় তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, মির্জাখাল-বির্জাখাল-মাঝের খাল দিয়ে বাকলিয়া এলাকার পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ে। এলাকাবাসীর অসচেতনতায় প্রতিনিয়ত এ তিনটি খাল পলিথিন ও আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। কিছু এলাকাবাসী এ খালগুলোর নাব্যতা হরণের জন্য দায়ী। বারবার খাল পরিষ্কার করার পরও কিছু দিন না যেতেই খালগুলো আগের অবস্থায় ফিরে যাচ্ছে। এর দায় চসিক একা নিতে পারেনা। তিনি বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সিডিএ মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। এর সফল বাস্তবায়ন নগরবাসীর জন্য আশীর্বাদ বয়ে আনবে। যেকোন বড় প্রাপ্তির জন্য সাময়িক ভোগান্তি হয়। এ ক্ষেত্রেও তা-ই হচ্ছে এবং এটা মেনে নিতে হবে। সিডিএ কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পে কাজের সুবিধার জন্য খালের যে সকল অংশে বাঁধ বা ব্লক স্থাপন করা হয়েছে সেগুলো আপাতত সরিয়ে পানি চলাচলের পথ বাধামুক্ত করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

[৫] মেয়র বাস্তবায়নাধীন এলিভেটর এক্সপ্রেসওয়ে প্রকল্পকে স্বাগত জানিয়ে বলেন, এটা বাস্তবায়ন হলে যানজট নিরসন হবে এবং আধঘন্টায় নগরের কেন্দ্রস্থল থেকে বিমান বন্দরে যাওয়া যাবে। তবে আমি আশা করবো নগরীর এ প্রান্তটা টাইগারপাস ওভারব্রীজের ওপার থেকে শুরু হবে। ফলে টাইগারপাস এবং ওভারব্রীজের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য সুরক্ষিত হবে এবং এর ওপর কোন আঁচড় পড়বে না। তিনি বলেন, ইদানিং ফ্লাইওভারগুলোতে অপরাধ ঘটছে। চলমান যানবাহনকে ছিনতাই ও অপরাধ মূলক দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। মেয়র এ ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান।

[৬] চট্টগ্রামে বাস্তবায়নাধীন সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ কাজের স্বার্থে নির্মাতা প্রতিষ্ঠান কর্তৃক কেন্দ্রীয় শহিদ মিনার আপাতত অন্যত্র সরানোর যে প্রস্তাব চসিককে দেওয়া হয়েছে সেব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, এ ব্যাপারে চট্টগ্রামের সংস্কৃতিসেবী, মুক্তিযোদ্ধা, রাজনীতিক, সুধীজনদের সাথে বসে শহিদ মিনার সরানো বা না-সরানোর সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ শহীদ মিনার আমাদের আবেগ-অনুভূতির পবিত্র জায়গা।

[৭] ওয়ার্ড কাউন্সিলর মো.শহিদুল আলম, মো.নুরুল আলম, সংরক্ষিত কাউন্সিলর শাহীন আক্তার রোজী, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়