শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ১০:৪১ রাত
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ১০:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেশনিং পদ্ধতিতে অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে যুবলীগ

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারীর শুরু থেকেই জনকল্যাণে কাজ করছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সংগঠনটির সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশে সারাদেশেই মানবিক যুবলীগ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে খাদ্য সহায়তা থেকে শুরু করে স্বাস্থ্যসেবা নিয়েও।

এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা সোহেল শাহরিয়ার রানা করোনাকালীন প্রথমবারের মতো চালু করেছেন রেশনিং পদ্ধতিতে খাদ্য সহায়তা কর্মসূচীর। এই কর্মসূচীর আওতায় ৪০টি পরিবার তাদের প্রয়োজনমতো খাদ্য সামগ্রী গ্রহণ করবেন।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে ৪০টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তার জন্য রেশনিং কার্ড চালু করেন সোহেল শাহরিয়ার রানা।

কার্যক্রম উদ্বোধনের সময় তিনি বলেন, বিশ্বরত্ন শেখ হাসিনার আদর্শিক কর্মী হিসাবে করোনার শুরু থেকেই সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং করছি।

তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশে আমি গরিব-অসহায় মানুষদের জন্য খাদ্য সহায়তা আগের মতোই শুরু করেছি। এবার শুধু পদ্ধতিটা পরিবর্তন করেছি। প্রাথমিক পর্যায়ে ৪০টি পরিবারের মধ্যে রেশনি কার্ড চালু করেছি। প্রয়োজনে এর সংখ্যা আরও বাড়বে। প্রতিদিন বিকেল ৫টায় এই কার্ড দেখিয়ে পরিবারগুলো তাদের প্রয়োজন অনুযায়ী খাদ্যসামগ্রী গ্রহণ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়