শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০৬:১৪ বিকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০৬:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক

রাজু চৌধুরী : [২] ইয়াবা পাচারকালে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী এলাকায় অভিযান চালিয়ে আনুমিক ০২ কোটি টাকা মূল্যের ৪০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম এই সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ।করা হয়।

[৩] র‍্যাব-৭, চট্টগ্রাম এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নূরুল আবছার জানান, কঠোর লকডাউনের মধ্যেও জরুরী পরিষেবার আওতায় মৎস পরিবহনের আড়ালে কতিপয় মাদক ব্যবসায়ী একটি কাভার্ড ভ্যান যোগে মৎস পরিবহণের আড়ালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে ঢাকার দিকে যাচ্ছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ০৮ জুলাই ভোরে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন দক্ষিণ শিকলবাহা ক্রসিং এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।

[৪] এসময় র‍্যাব-৭ চেকপোস্টের দিকে আসা একটি কাভার্ড ভ্যান এর গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা কাভার্ড ভ্যানকে থামানোর সংকেত দিলে কাভার্ড ভ্যানটি র‍্যাবের চেকপোস্টের সামনে থামিয়ে চালকসহ দুইজন ব্যক্তি গাড়ি থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে র‍্যাব সদস্যরা ধাওয়া করে কাভার্ড ভ্যান ও ড্রাইভার মোঃ জাহাঙ্গীর (২২), পিতা- মৃত আশরাশ মিয়া থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার এবং হেলপার মোঃ আজিজুল হক (২৫), পিতা- মৃত সৈয়দ আলমদের আটক করে।

[৫] তাদের দেখানো মতে সুকৌশলে লুকানো অবস্থায় ৪০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের’কে গ্রেপ্তার করা হয় এবং উক্ত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার হতে মাদকদ্রব্য সংগ্রহ করে কঠোর লকডাউনের মধ্যেও জরুরী পরিষেবার আওতায় মৎস ও খাদ্যদ্রব্য পরিবহনের আড়ালে উক্ত কাভার্ড ভ্যানের মাধ্যমে বিভিন্ন অভিনব কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে।

[৬] উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০২ কোটি টাকা এবং জব্দকৃত কাভার্ডভ্যানের আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা বলেও জানান, র‍্যাব-৭ , চট্টগ্রাম এই কর্মকর্তা। গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়