শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০৪:১৫ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০৪:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৭৮ বল ও ৬ ঘণ্টা ব্যাটিং করে একাই দলের হার বাঁচিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন হাশিম আমলা

স্পোর্টস ডেস্ক: [২] দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হাশিম আমলা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও কাউন্ট্রি ক্রিকেটে নিয়মিত মুখ। আর সেখানে দলের প্রয়োজনে অসাধারণ ব্যাটিং করে দৃঢ়তা ও ধৈর্যশীলতার পরিচয় দিয়ে সারের নিশ্চিত হার বাচিয়ে আবারো বিশ্ব মিডিয়ায় প্রশংসা কুড়াচ্ছেন।

[৩] ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপের গ্রুপ-২ এর ম্যাচে মুখোমুখি হয়েছিল হ্যাম্পশায়ার ও সারে। হ্যাম্পশায়ারের ৪৮৮ রানের জবাবে সারে অলআউট হয় ৭২ রানে। বিশাল লিড পাওয়া হ্যাম্পশায়ার ফলো অনে পাঠায় সারেকে।

[৪] তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে মাত্র ৬ রান করেছিল সারে। ইনিংস ব্যবধানে জয়ের স্বপ্ন নিয়ে শেষ দিন খেলতে নেমেছিল হ্যাম্পশায়ার। তবে তাদের হিসেবে উল্টিয়ে একাই প্রতিরোধ গড়েন আমলা।

[৫] নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নেমে চতুর্থ ও শেষ দিনের শুরু থেকে ব্যাটিং করতে থাকেন আমলা। চরম ধৈর্যের পরীক্ষা দিয়ে মাটি কামড়ে পড়ে থাকেন উইকেটে। দলের পরাজয় ঠেকানোর লক্ষ্যে রানের পিছুও ছুটেননি।

[৬] ৬২ বলের মোকাবেলায় ১ রান করা আমলা শেষপর্যন্ত একাই ২৭৮ বল খেলে পরাজয় ঠেকিয়ে ফেলেন আমলা। ৩৮১ মিনিট বা ৬ ঘণ্টা ক্রিজে থেকে আমলা মাত্র ৩৭ রান করে অপরাজিত থাকেন।

[৭] আমলার এই ইনিংসে পরাজয়ের হাত থেকে বেঁচে যায় সারে। ১০২.২ ওভার বল করেও হ্যাম্পশায়ারের বোলাররা আমলাকে সাজঘরে ফেরাতে পারেননি। আমলা দৃঢ়তা দেখানোয় অন্য প্রান্তের ব্যাটসম্যানরা যাওয়া-আসায় মত্ত থাকলেও সবকটি উইকেট হারাতে হয়নি। ১০৪.৫ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১২২ রান দাঁড়ায় সারের সংগ্রহ।

[৮] সারে অবশ্য ম্যাচ শেষ করেছে ২৯৪ রানে পিছিয়ে থেকে। তবে হাশিম আমলার কৃতিত্বে ম্যাচ ঠিকই বাচিয়ে নিয়েছে।

[৯] উল্লেখ্য, আমলা এর আগে ২০১৫ সালে দিল্লি টেস্টে ভারতের বিপক্ষে ২৪৪ বলে ২৫ রানে করে অনন্য ধৈর্যের আরো একটি নিদর্শন দেখান। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়