আসিফুজ্জামান পৃথিল: [২] আফগান সরকারের প্রতিনিধিদলের সঙ্গে তালেবানের প্রতিনিধিরা বুধবার তেহরানে এক বৈঠকে বসেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। তেহরানের ওই আলোচনার সূচনা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টিকে স্বাগত জানান। তবে তিনি সতর্ক করে বলেন, এখন আফগান জনগণ ও দেশটির রাজনৈতিক নেতাদের দেশটির ভবিষ্যৎ নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ফ্রান্স ২৪
[৩] ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আলোচনায় তালেবানের প্রতিনিধি হিসেবে রয়েছেন শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই ও আফগান সরকারের পক্ষে রয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট ইউনুস কানুনি। গত মঙ্গলবার আফগান কর্তৃপক্ষ ঘোষণা দেয়, মার্কিন সেনারা চলে যাওয়ার পর তালেবানের দখল করা সব জেলা তারা পুনরুদ্ধার করবে। ফারস
[৪] বৃহস্পতিবার দিবাগত রাতে অনেকটা চুপিসারে ঘাঁটি ছাড়ে মার্কিন সেনারা। ফলে আফগানিস্তানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অরক্ষিত হয়েছে পড়েছে। এটা আফগান সরকারের ক্ষমতার খুঁটি নড়বড়ে করে দিয়েছে।
[৫] সংঘাত ছড়িয়ে পড়েছে আফগানিস্তানজুড়ে। যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মাদি বলেছেন, তালেবানের সঙ্গে যুদ্ধ তীব্রতর হচ্ছে। দেশটির একটি প্রাদেশিক রাজধানীতে তালেবান বড় ধরনের হামলা চালানোর পর আফগান পরিস্থিতি নিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর কাছে থেকে এমন মন্তব্য এলো।