শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০৩:১৮ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০৩:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

আতিকুর রহমান: [২] গাজীপুর মহানগরীর জয়দেবপুর নিয়ামত সড়ক এলাকায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী পলাতক রয়েছে।

[৩] বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত রোজিনা (৩৪)ময়মনসিংহের নান্দাইল থানার লহিতপুর গ্রামের সেলিম হোসেনের স্ত্রীর।

[৪] পুলিশ ও স্থানীয়রা জানায়, ৭-৮ মাস আগে রিক্সাচলক সেলিম হোসেন দম্পত্তি গাজীপুর মহানগরের জয়দেবপুর নিয়ামত সড়কে শামসুর রহমানের বাড়িতে ভাড়ায় থাকতো। রোজিনা স্থানীয় ডিবিএল কারখানায় চাকুরী করতো। স্ত্রী রোজিনা আক্তারের (৩৪) সঙ্গে তার স্বামী সেলিমের প্রায়ই ঝগড়া হতো। গতকাল রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। রাতেই আশপাশের লোকজন এসে তাদের ঝগড়া বিবাদ মেটানোর চেষ্টা করে, এক পর্যায়ে রাত আনুমানিক ১১টার ঘটিকার সময় রোজিনার স্বামী সেলিম ঘটনাস্থল ভাড়া বাসা থেকে চলে যায়। রোজিনা একাই বাসায় ঘুমিয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আশপাশের লোকজন ঘুম থেকে না ওঠায় রোজিনাকে ডাকাডাকি করে। তখন ঘরের দরজা বাহির থেকে তালাবদ্ধ দেখতে পায় তারা। বাড়ির কেয়ারটেকার সানসেট ভেঙে রোজিনাকে বিছানায় শোয়া অবস্থায় দেখতে পায়। পরে আশপাশের লোকজন ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে রোজিনাকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

[৫] স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের কারণে রোজিনার স্বামী সেলিম তাকে শ্বাসরোধে হত্যার পর বাহির থেকে তালা লাগিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করে পুলিশ।

[৬] জিএমপি সদর থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়