শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০৩:২২ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০৩:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খারাপ মাঠে বালি আর রং দিয়ে বিশ্বকে বোকা বানাচ্ছে ব্রাজিল

এল আর বাদল: [২] কোপা আমেরিকার ফাইনালের আগে ফের বিতর্ক। এবার কোপার মাঠের অবস্থা নিয়ে আঙুল তুললেন সমালোচকরা। মাঠে রঙ করার অভিযোগ উঠল। সেই প্রমাণ হাতে নাতে পাওয়া গেছে। টিভি ক্যামেরায় যাতে মাঠ দেখতে ভাল লাগে সেই কারণে মাঠের মধ্যেই বালি ফেলা হয়েছে এবং রং করা হয়েছে। ফলে আয়োজকদের দিকে উঠছে আঙুল। তবে আয়োজকরা জানাচ্ছেন, মাঠ প্রস্তুতির জন্য সঠিক সময় পাওয়া যায়নি তাই এই পথ বেছে নেওয়া হয়েছে।

[৩] কোপার প্রথম সেমিফাইনালে স্যান্টোস স্টেডিয়ামে খেলতে নেমেছিল ব্রাজিল ও পেরু। যেখানে ব্রাজিল ১-০ গোলে জয় পেয়ে ফাইনালের টিকিট পাকা করেছে। ম্যাচের মধ্যে যতবারই মাঠে পড়েছেন খেলোয়াড়রা, ততবারই দেখা গেছে জার্সিতে লেগে গেছে সবুজ রং। ধারণা করা হচ্ছিল, বৃষ্টির কারণে হয়তো ঘাসের রং লেগেছে জার্সিতে। কিন্তু ঘটনা আসলে ভিন্ন। ফক্স স্পোর্টস ব্রাজিল তাদের অফিসিয়াল টুইটার প্রোফাইলে জানিয়েছে, মূলত ঘাসের নিচে মাঠের বেহাল দশা ঢাকার জন্য সবুজ রং ও বালি ব্যবহার করেছে কর্তৃপক্ষ।

[৪] যা বারবার লেগেছে নেইমারদের জার্সিতে। ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। ফক্স স্পোর্টস থেকে দাবি করা হয়েছিল, ‘আজকের মাঠের অবস্থা দেখুন। দূর থেকে দেখতে খুবই সুন্দর। কিন্তু এটা ভুল বার্তা। কাছ থেকে দেখলে মাঠের মধ্যে অনেক রং ও সবুজ বালি দেখা যাচ্ছে। নিজেরাই দেখে নিন। ম্যাচ শেষে নেইমারের একটি ছবি দিয়ে নিজের দাবি প্রমাণও করে দিয়েছেন আলমেইরা। যেখানে দেখা যাচ্ছে, নেইমারের জার্সির হাতার পাশে লেগে রয়েছে সবুজ রং।

[৫] ম্যাচ শেষে নেইমার নিজেও অসন্তোষ প্রকাশ করেছেন মাঠের ব্যাপারে। মাঠ ভালো হলে খেলা আরও সুন্দর হতো বলে মনে করেন নেইমার। আয়োজকদের পক্ষ নিয়ে অনেকেই জানাচ্ছেন প্রস্তুতির যথাযথ সময় না পাওয়ার জন্যই এই অবস্থা। কেননা এবারের কোপা মূলত হওয়ার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনায়। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে একদম শেষ মুহূর্তে এটি চলে গেছে ব্রাজিলে। - ফক্স স্পোর্টস/ হিন্দুস্তানটাইমস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়