শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০২:০৬ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেসবুক, টুইটার ও গুগলের বিরুদ্ধে মামলা করেছেন ট্রাম্প

লিহান লিমা: [২] গত ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটালে হামলা চালাতে নিজের সমর্থকদের উস্কে দেয়ার পর ফেসবুক ও টুইটারে নিষিদ্ধ হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অভিযোগ, টেক জায়ান্টগুলো অন্যায়ভাবে তার বাক-স্বাধীনতার অধিকারে সেন্সরশীপ আরোপ করেছে।

[৩] নিউজার্সিও গলফ ক্লাব থেকে ট্রাম্প বলেন, ‘আমি মামলা করেছি। ফেসবুক, গুগল ও টুইটারের মতো বড় টেক জায়ান্টগুলোর বিরুদ্ধে বড়সড় মামলা দায়ের করেছি। সেই সঙ্গে তাদের সিইও মার্ক জাকারবার্গ, সুন্দর পিচাই ও জ্যাক ডরসি-এই তিন সুুন্দর যুবকের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছি।’

[৪] ট্রাম্প আরো বলেন, আমরা আমেরিকান গণতন্ত্রে আস্থা রাখি। যা কি না ডেমোক্রেট, রিপাবলিকান, স্বাধীন মতাবলম্বীসহ সবার বাক-স্বাধীনতার পক্ষে দাঁড়ায়। এই প্রধান প্রধান টেক ফার্মগুলো অবৈধ ও অসাংবিধানিক সেন্সরশীপ আরোপ করেছে। এই মামলা কেবল শুরু।

[৫] ট্রাম্প ফ্লোরিডার আদালতে এই মামলা দায়ের করে অতিসত্ত্বর তার বিরুদ্ধে সেন্সরশীপ তুলে নেয়ার দাবী জানান। ট্রাম্প বলেন, তিনি কোনো আপস বা সমঝোতায় যাবেন না। ট্রাম্প বলেন, আমরা লড়াই করছি এবং এই লড়াইয়ে আমরাই জিতবো।

[৬] মার্কিন কংগ্রেস যখন টেক জায়ান্টগুলোর ক্ষমতার খর্ব করার চেষ্টা করছে ঠিক তখনই এই মামলা দায়ের করলেন ট্রাম্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়