শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ১১:৫৭ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে মোটর সাইকেল'সহ চোরাচালান চক্রের ২ সক্রিয় সদস্য আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: [২] সিরাজগঞ্চে মোটর সাইকেল'সহ চোরাচালান চক্রের ২ সক্রিয় সদস্যকে আটক করে র‌্যাব।

[৩] বৃহস্পতিবার (৮ জুলাই) জেলার তারাশ থানাধীন মাগুড়া থেকে রাতের প্রথম প্রহরে ১২টা ৩৫ মিনিটে তাদের গ্রেপ্তার করা হয়।

[৪] এসময় তাদের কাছ থেকে ১টি চোরাইকৃত মোটর সাইকেলসহ ও চুরির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

[৫] গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ১। মোঃ সোহেল রানা @ রানা (২৭), পিতা মোঃ মন্তাজ সোনার, সাং- চাঁচকোর গারিশাপাড়া, ২। মোঃ রাকিবুল হাসান রকি প্রামানিক (২৪), পিতা মৃত শাহদাত হোসেন সরকার, সাং- চাঁচকোর খলিফাপাড়া, উভয় থানা- গুরুদাসপুর, জেলা-নাটোর।

[৬] মঙ্গলবার (৬ জুলাই) আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে মোঃ শফিকুল ইসলামের ব্যবহৃত পালসার ডাবল ডিক্সের ১৫০ সিসি মোটর সাইকেল(ইঞ্জিন নং- DHYCKM53020) টি হারিয়ে যায়। মোটরসাইকেলটি হারিয়ে যাবার পর অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বড়াই গ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মো. শফিকুল ইসলাম র‌্যাব-১২ এর কাছে তার হারানো মোটরসাইকেল উদ্ধারের জন্য আবেদন করে।

[৭] উক্ত আবেদনের প্রেক্ষিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মি. জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে উদ্ধার ততপরতা শুরু করে এবং মোটসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয়।

[৮] আটক আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা চোরা কারবারিরা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নাটোর, সিরাজগঞ্জ এবং বগুড়া জেলার বিভিন্ন এলাকায় চুরি করে আসছিল।

[৯] গ্রেপ্তারকৃত চোরা কারবারিদের উদ্ধারকৃত আলামতসহ নাটোর জেলার বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান, সহকারী পুলিশ সুপার জন রানা। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়