শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০৬:০৩ সকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আঞ্চলিক কার্যালয় থেকে পণ্য লোড করার কারণেই নির্দিষ্ট স্থানে পৌঁছাতে দেরি হয়: টিসিবি চেয়ারম্যান

সমীরণ রায়: [২] ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান আরও বলেন, যেভাবে পণ্য বিক্রি হচ্ছে আগামী ৭দিনের মধ্যেই মানুষের চাহিদা পূরণ হবে। গত ৫ জুলাই থেকে টিসিবি এই পণ্য বিক্রি শুরু করেছে। এটি আগামী ২৯ জুলাই পর্যন্ত চলবে। ট্রাকসেলে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মশুরের ডাল প্রতি কেজি ৫৫ টাকা এবং সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা দরে পাওয়া যাচ্ছে। তবে জরুরি প্রয়োজন মনে হলে বা সরকারি কোনো সিদ্ধান্ত আসলে পণ্যের সংখ্যা বাড়ানোর বিষয়টি দেখা যাবে।

[৩] নির্দিষ্ট স্থানে সময় মতো ট্রাক পৌছায় না পণ্য ক্রেতাদের অভিযোগের প্রেক্ষিতে মো. আরিফুল হাসান বলেন, সারাদেশে টিসিবির ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি হচ্ছে। এরমধ্যে রাজধানী ঢাকায় ৮০টি ও গাজীপুর, সাভারসহ আশপাশের এলাকাং ৪২টি ট্রাকে পণ্য বিক্রি চলছে। যেখানে শ্রমিকরা বেশি রয়েছেন সেখানে ট্রাকের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে আঞ্চলিক কার্যালয় থেকে ট্রাক লোড করতে অন্তত ১৫-২০ মিনিট সময় লাগে। এ জন্য হয়তো নির্দিষ্ট স্থানে ট্রাক পৌছাতে আধা ঘণ্টা বা ১ ঘণ্টা দেরি হতে পারে।

[৪] তিনি বলেন, যেহেতু সারাদেশব্যাপী সরকারি কঠোর বিধিনিষেধ চলছে তাই সবাই চাইছে পণ্য কিনে রাখতে। একারণে লম্বা লাইন হতে পারে। তবে আমরা যে পণ্য দিচ্ছি তাতে অন্তত ১০-১৫ দিন চলবে।

[৫] পণ্য ক্রেতাদের স্বাস্থ্যবিধি না মানা প্রসঙ্গে টিসিবি চেয়ারম্যান আরও বলেন, টিসিবির পক্ষ থেকে স্বাস্থ্যবিধি যাতে মানা হয়, সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়ে জানানো হয়েছে।

সম্পাদনা : মোহাম্মদ রকিব

  • সর্বশেষ
  • জনপ্রিয়