শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২১, ১১:৩৯ রাত
আপডেট : ০৭ জুলাই, ২০২১, ১১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিক রিপন পুর্ব শক্রতার জেরে হামলার শিকার

নুরনবী সরকার: [২] আনন্দ টেলিভিশনের লালমনিরহাট প্রতিনিধি রকিবুল হাসান রিপন হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার মধ্য রাতে জেলার হাতীবান্ধা উপজেলার জোড়া পুকুর এলাকায় তিনি হামলার শিকার হন। এ ঘটনায় সাংবাদিক রিপন ৪ জনকে আসামী করে স্থানীয় থানায় একটি অভিযোগ করেছেন।

[৩] ওই অভিযোগে সাংবাদিক রকিবুল হাসান রিপন দাবী করেন, মঙ্গলবার মধ্যরাতে ওই এলাকায় তার পুর্ব পরিচিত রমনীগঞ্জ এলাকার ছলিম উদ্দিনের পুত্র বুলু মিয়া ও দুলাল মিয়াসহ কয়েকজন তার প্রাইভেট কার ঘিরে ফেলে তার উপর হামলা করেন। এতে তিনি গুরুত্বর আঘাতপ্রাপ্ত হন।

[৪] এ সময় তার প্রাইভেট কারে থাকা ৫ লক্ষ টাকা হামলাকারীরা নিয়ে যায়। সাংবাদিক রিপন দাবী করেন, শক্রতার জের ধরে তার উপর হামলা করা হয়েছে। পরে স্থানীয়রা সাংবাদিক রিপনকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করান।

[৫] এ বিষয়ে বুলু মিয়া জানান, সাংবাদিক রকিবুল হাসান রিপনের কাছে তিনি পাওনা টাকা চাইতে গেলে তাকেই মারধর করা হয়েছে।

[৬] হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়