শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২১, ১১:১৬ রাত
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢামেকে বিদেশগামী প্রবাসী শ্রমিক এবং শিক্ষার্থীদের কোভিড টিকাদান কার্যক্রম শুরু

মোস্তাফিজুর রহমান: [২] ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ রাজধানীর সাতটি হাসপাতালে দেয়া হচ্ছে। অন্যান্য হাসপাতাল গুলোর মধ্যে রয়েছে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনিস্টিউট হাসপাতাল, ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

[৩] ঢামেক হাসপাতাল এর সহকারী পরিচালক আশরাফুল আলম জানান, সরকারি নির্দেশনা মোতাবেক আজ থেকে টিকা দেয়ার কার্যক্রম শুরু করেছি। তিনি বলেন, এখানে শুধুমাত্র সৌদি আরব, কুয়েত ব্যাতীত অন্যান্য দেশের প্রবাসী শ্রমিক ও বিদেশ গামী শিক্ষার্থীরা এ টিকা নিতে পারবেন। তবে এর আগে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা ভুক্ত হয়ে সুরক্ষা এ্যাপসের মাধ্যমে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে আসতে হবে।

[৪] সরেজমিনে গিয়ে দেখা গেছে, পূর্বের নিবন্ধন করেছেন, কিন্তু টিকা দিতে পারেনি যারা, তারা সহ প্রবাসী শ্রমিক, শিক্ষার্থী, চিকিৎসক সকলকেই টিকা নিতে দেখা গেছে।

[৫] তিনি বলেন ঢামেক হাসপাতালে আজ বুধবার সিনোফারম টিকা দেয়া হয়েছে ১৩০ জন কে। ও ফাইজার এর টিকা দেয়া হয়েছে ২৮৮ জনকে।

[৬] আশরাফুল আলম আরও বলেন, এখানে এই দুই ধরনের বাইরেও পূর্বে নিবন্ধিত বাদ পড়াদেরও টীকা দেয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া সাধারণ শিক্ষার্থীরা আগের মতই নিবন্ধিত হয়ে টিকা নিতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়