মনিরুল ইসলাম: [২] গাইবান্ধা-৩ আসনের সাবেক সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের সংগঠক বাংলাদেশ আওয়ামী লীগ পলাশবাড়ী উপজেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার অসুস্থ্য হয়ে প্রফেসার পাড়ায় (নুনিয়াগাড়ী) নিজ বাস ভবনে আজ সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে মৃত্যু বরন করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
[৩] কাল ৮ জুলাই বুধবার সকাল ১০ টায় পলাশবাড়ী এস এম পাইলট হাইস্কুল মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
[৪] মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের মো: ফজলে রাব্বী মিয়া, এমপি।
[৫] এক শোকবর্তায় ডেপুটি স্পিকার বলেন,মরহুম তোফাজ্জল হোসেন তার জীবদ্দশায় বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত নেতা ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ তথা জাতি একজন বলিষ্ঠ, সৎ ও নিবেদিত নেতা হারালো। তার মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপুরণীয় ক্ষতি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে জাতির একজন শ্রেষ্ঠ সন্তান হিসেবে এই বীর মুক্তিযোদ্ধার নাম চির অম্লান হয়ে থাকবে।