শিরোনাম

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২১, ০৪:১৯ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০২১, ০৪:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজেও দেখা যাবে না তামিম ইকবালকে

রাহুল রাজ: [২] আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ইতোমধ্যে অস্ট্রেলিয়া সিরিজ চূড়ান্ত হয়ে গিয়েছে। সব কিছু ঠিক থাকলে চলতি মাসের ২৯ তারিখ বাংলাদেশ সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে অজিরা।

[৩] ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না টাইগার দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল।

[৪] নিউজিল্যান্ড সিরিজ চূড়ান্ত না হলেও অস্ট্রেলিয়া সিরিজ চূড়ান্ত হয়েছে। আগস্টের ২-৮ তারিখের মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

[৫] এদিকে এক মাসের জিম্বাবুয়ে সফর শেষ করে চলতি মাসের ২৯ তারিখ দেশে ফিরবেন তামিমরা। দেশে পা রাখার পর টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা খেলোয়াড়দের সরাসরি যেতে হবে হোটেলে।

[৬] জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরে তামিম দুই-আড়াই মাসের বিশ্রামে চলে যাবেন, এখন পর্যন্ত এমনই সিদ্ধান্ত। তাই নিশ্চিত ভাবেই বলা যায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দুটিতে তাকে পাবে না দল।

[৭] জিম্বাবুয়েতে তামিম ইকবাল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি খেলছেন না। এখনো পর্যন্ত তামিম ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। রান করেছেন ১৭৫৮টি ।সাতটি হাফ-সেঞ্চুরি ও একটি শতক রয়েছে সাফল্যের ঝুড়িতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়