শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২১, ০৪:১৩ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০২১, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের সিরিজ জিতলেই ১ নম্বরে উঠে যাবে বাংলাদেশ

রাহুল রাজ: [২] জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের পরেই শুরু হবে ওয়ানডে সিরিজ। আর এই সিরিজ জিতলেই বাংলাদেশ উঠে যাবে ১ নম্বরে।

[৩] আইসিসি বিশ্বকাপ সুপার লীগে বাংলাদেশের অবস্থান ২ নম্বরে। ৯ ম্যাচ খেলে ৫টি ম্যাচে জয়লাভ করে ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ২ নম্বরে লাল সবুজের বাংলাদেশ দল। ১২ ম্যাচের ৬টিতে জিতে ৬৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ইংল্যান্ড দল। জিম্বাবুয়ের বিপক্ষে কোনো মতে সিরিজ জিতলে বাংলাদেশ ৭০ পয়েন্ট পেয়ে উঠে যাবে টেবিলের ১ নম্বরে। আর জিম্বাবুয়েকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করলে বাড়বে আরও ১০ পয়েন্ট।

[৪] আগামী ২০২৩ বিশ্বকাপের আগে হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে বিশ্বকাপের বাছাইপর্ব হিসাবে আইসিসি বিশ্বকাপ সুপার লীগ নামক এই আসরটি আয়োজন করেছে আইসিসি। প্রতিটা দল মোট ৮টি করে সিরিজ খেলবে আর এখান থেকে শীর্ষে থাকা ৭ দল (আয়োজক ভারত সহ ৮ দল) সরাসরি খেলবে ২০২৩ বিশ্বকাপ।

[৫] আইসিসি বিশ্বকাপ সুপার লীগে এরই মধ্যে বাংলাদেশ খেলেছে মোট ৩টা সিরিজ যার মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ তে হারলেও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ও শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ এ সিরিজ জিতে নেয়। বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলার পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে। আসরে বাংলাদেশের বাকি প্রতিপক্ষরা হলো আফগানিস্তান, আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়