শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২১, ০৪:১৩ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০২১, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের সিরিজ জিতলেই ১ নম্বরে উঠে যাবে বাংলাদেশ

রাহুল রাজ: [২] জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের পরেই শুরু হবে ওয়ানডে সিরিজ। আর এই সিরিজ জিতলেই বাংলাদেশ উঠে যাবে ১ নম্বরে।

[৩] আইসিসি বিশ্বকাপ সুপার লীগে বাংলাদেশের অবস্থান ২ নম্বরে। ৯ ম্যাচ খেলে ৫টি ম্যাচে জয়লাভ করে ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ২ নম্বরে লাল সবুজের বাংলাদেশ দল। ১২ ম্যাচের ৬টিতে জিতে ৬৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ইংল্যান্ড দল। জিম্বাবুয়ের বিপক্ষে কোনো মতে সিরিজ জিতলে বাংলাদেশ ৭০ পয়েন্ট পেয়ে উঠে যাবে টেবিলের ১ নম্বরে। আর জিম্বাবুয়েকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করলে বাড়বে আরও ১০ পয়েন্ট।

[৪] আগামী ২০২৩ বিশ্বকাপের আগে হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে বিশ্বকাপের বাছাইপর্ব হিসাবে আইসিসি বিশ্বকাপ সুপার লীগ নামক এই আসরটি আয়োজন করেছে আইসিসি। প্রতিটা দল মোট ৮টি করে সিরিজ খেলবে আর এখান থেকে শীর্ষে থাকা ৭ দল (আয়োজক ভারত সহ ৮ দল) সরাসরি খেলবে ২০২৩ বিশ্বকাপ।

[৫] আইসিসি বিশ্বকাপ সুপার লীগে এরই মধ্যে বাংলাদেশ খেলেছে মোট ৩টা সিরিজ যার মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ তে হারলেও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ও শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ এ সিরিজ জিতে নেয়। বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলার পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে। আসরে বাংলাদেশের বাকি প্রতিপক্ষরা হলো আফগানিস্তান, আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়