শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২১, ০৩:৫০ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০২১, ০৩:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভয়াবহ খাদ্য সংকটের মুখে পড়েছে উত্তর কোরিয়া: জাতিসংঘ

লিহান লিমা: [২] জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বলেছে, এ বছর উত্তর কোরিয়া ৮ লাখ ৬০ হাজার টন খাদ্য ঘাটতির মুখে পড়েছে। সংস্থাটি সতর্ক করে বলে, আগামী মাসের প্রথম দিকেই দেশটিকে ‘কঠোর হ্রাসকালীন’ অভিজ্ঞতার সম্মুখীন হতে পারে। সিএনএ

[৩] পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচীর কারণে উত্তর কোরিয়া একাধিক আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে। গত বছর করোনা ভাইরাস মহামারী, গ্রীষ্মকালীন ঝড় এবং বন্যা দেশটির ইতোমধ্যে দুর্বল হয়ে পড়া অর্থনীতির ওপর পুনরায় বোঝা চাপিয়েছে। গত মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন খাদ্য সংকটের বিষয়টি স্বীকার করে জনগণকে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’র জন্য প্রস্তুত হওয়ার জন্য সতর্ক করেন।

[৪] এফএও’র প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ায় এ বছর প্রায় ৫৬ লাখ টনের মতো শস্য উৎপাদনের সম্ভাবনা রয়েছে। যা দেশটির জনগণের খাদ্য চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় পরিমাণের তুলনায় প্রায় ১১ লাখ টন কম। প্রতিবেদনে বলা হয়, দেশটি আনুষ্ঠানিকভাবে আমদানির পরিকল্পনা করছে ২ লাখ ৫ হাজার টন খাদ্য, সেক্ষেত্রে দেশটি ৮ লাখ ৬০ হাজার টন খাদ্য ঘাটতির মুখোমুখি হবে। যদি আমদানি বা ত্রাণের মাধ্যমে এই ঘাটতি পূরণ করা না যায় তবে আগস্ট থেকে অক্টোবরের মধ্যে দেশটির পরিবারগুলো কঠোর খাদ্য সংকটের সম্মুখীন হবে।

[৫] মহামারী থেকে মুক্তির জন্য গত জানুয়ারি থেকে আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। ফলশ্রুতিতে দেশটির অর্থনীতির অন্যতম পথ- বেইজিংয়ের সঙ্গেও বাণিজ্য কমে আসে, সব আন্তর্জাতিক ত্রাণকর্মীরা দেশ ছেড়ে চলে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়