শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২১, ০৩:১১ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০২১, ০৩:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুয়াডাঙ্গায় করোনায় নতুন শনাক্ত ১৩০

সোহেল রানা: [২] চুয়াডাঙ্গা সদর হাসপাতালে উপচে পড়া রোগী। প্রায় সকলকেই দিতে হচ্ছে অক্সিজেন। ৫ জনকে দেওয়া হয়েছে হাইফ্লো ক্যানোলা। দিন দিন পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশংকা। আজও করোনায় মারা গেছেন ৫ জন। এছাড়া উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১০ জন। নতুন আক্রান্ত ১৩০। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ১২২জন। এর মধ্যে চুয়াডাঙ্গাতে মারা গেছেন ১০৬ জন। চুয়াডাঙ্গায় আক্রান্ত হয়ে দূরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও ১৬জন।

[৩] চুয়াডাঙ্গা সিভিল সার্জন এ তথ্য জানিয়ে বলেছেন, বর্তমানে চুয়াডাঙ্গায় শনাক্তকৃত সক্রিয় রোগী ১৫৯১ জন। এর মধ্যে হাসপাতালে ১৩৪ জন। বাড়িতে রয়েছেন ১৪৫৭ জন। চুয়াডাঙ্গায় নমুনা পরীক্ষা অনুপাতে কোভিড-১৯ রোগী শনাক্তের হার ৩৬ দশমিক শূন্য ৩ শতাংশ। এদিকে উপসর্গ নিয়ে আরও কয়েকজন মারা গেছেন বলে জানা গেছে।

[৪] অপরদিকে ঘরে ঘরে সর্দি কাশি জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়েছে। অধিকাংশকেই পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা নিতে দেখা যাচ্ছে না। গতকাল হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন। এ নিয়ে রেডজোনে ৮০ ও হলুদজোনে ৮৮ জন।

[৫] চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাতেহ আকরাম জানিয়েছেন, ৫০ থেকে ৫৫ বছর বয়সী ৪জন ও ৩২ বছর বয়সী ৭ মাসের অন্তঃসত্ত্বা নাসিমা খাতুন মারা যায়।

[৬] চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার ৩৪৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট ল্যাবে প্রেরণ করেছে। এ নিয়ে জেলার মোট ১৫ হাজার ৫’শ ২৬ জনের নমুনা নিয়েছে। এদিন স্বাস্থ্য বিভাগের হাতে পূর্বে প্রেরিত ৩৫৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এ নিয়ে জেলায় মোট ১৪ হাজার ৮৮৭ জনের রিপোর্ট পায়া গেছে। ৩৫৪ জনের নমুনা পরীক্ষা করে কোভিড-১৯ পজিটিভ হয়েছে ১৩০ জন। সদর উপজেলার ৫০ জন, আলমডাঙ্গা উপজেলার ৩২ জন, দামুড়হুদা উপজেলার ২০ জন ও জীবননগর উপজেলার ২৮ জন। এ নিয়ে জেলায় মোট ৪ হাজার ৭৫ জন। সুস্থ হয়েছেন ১৩ জন। এ নিয়ে মোট ২ হাজার ৩’শ ৫৯ জন সুস্থ হয়েছেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়