শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২১, ০২:১৩ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০২১, ০৪:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুক্তাগাছা হাসপাতালে চিকিৎসককে মারধর, উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

আল আমীন : [২] ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে কর্তব্যরত চিকিৎসককে মারধরের অভিযোগে উপজেলার যুবলীগ সভাপতি মাহবুবুল আলম মনিকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বধবার সকালে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

[৩] এরা হলেন, কামরুজ্জামান, জুয়েল, রানা দে ও শরীফ। এদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে। এদিকে এ হামলার জন্য আজ সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন হাসপাতালের চিকিৎসকরা।

[৪] এ ব্যাপারে দায়ের হওয়া মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলা যুবলীগ সভাপতি মাহবুবুল আলম মনি হাসপাতালের নম্বরে ফোন দেন। মনি তার বাসায় গিয়ে তার মায়ের করোনা উপসর্গের নমুনা আনার জন্য বলেন। এ সময় হাসপাতালে জরুরী বিভাগে ডিউটি করছিলেন ডা. এএইচএম সালেহীন মামুন।

[৫] ডা. মামুন জানান, এখন বাসায় গিয়ে নমুনা আনার নিয়ম নেই। তিনি যেন রোগীকে হাসপাতালে নিয়ে আসেন। এ কথা বলার কিছুক্ষণ পর যুবলীগ নেতা মনি তার দলবল নিয়ে হাসপাতালে যান। এক পর্যায়ে তারা চিকিৎসক ডা. মামুনকে মারধর করেন। বিষয়টি জানাজানি হলে চিকিৎসকদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাতে এ ব্যাপারে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করা হয়।

[৬] এ ঘটনায় দ্রুত আসামিদের গ্রেপ্তার করায় চিকিৎসক সমাজের পক্ষ থেকে জেলা বিএমএর সাধারণ সম্পাদক এ এইচ এম গোলন্দাজ আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন।

[৭] মুক্তাগাছা থানার ওসি দুলাল আকন্দ বলেন, প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়