ইমরুল শাহেদ: বিয়ের ১৩ বছরে পা দিয়েছে তারকা দম্পতি সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ। ২০০৮ সালের ৭ জুলাই তারা দাম্পত্য জীবন শুরু করেন। এ দিনের প্রথম প্রহরে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে জীবনের শেষ পর্যন্ত একসঙ্গে থাকার প্রতিশ্রæতি ব্যক্ত করেন সৌদ। ফেইসবুকে তিনি লিখেছেন, ‘মুস্তাফা, মেলা বছর পর হলো। আমার জন্য ভালো, তোমার জন্য মন্দ মিলিয়ে পথ চলাটা ভালো-মন্দ ছিল বলা যায়। হা হা হা। বাই দ্য ওয়ে, থ্যাংকস আ লট ফর এভ্রিথিং।
একসাথে একসাথে শেষ পর্যন্ত। লাভ ইউ।’ আফসানা মিমির সোপ অপেরা ‘ডলস হাউস’-সহ-পরিচালনার সময় এর কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার সঙ্গে সম্পর্কে জড়ান সৌদ। সে সূত্রে পারিবারিক আয়োজনে বিয়ে করেন তারা। সৌদের পরিচালনায় বেশ কিছু নাটকে অভিনয় করেছেন সুবর্ণা। ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘গহীন বালুচর’ সরকারি অনুদানে পরিচালনা করেন সৌদ। এতে সুবর্ণাও অভিনয় করেন। ছবিটি বেশ কয়েকটি বিভাগে জাতীয় পুরস্কার জেতে।
সৌদ পেয়েছিলেন শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার পুরস্কার। আশির দশকে সুবর্ণা বাংলাদেশের অন্যতম দর্শকপ্রিয় টিভি অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বিশেষ করে আফজাল হোসেন এবং হুমায়ুন ফরীদির সঙ্গে তার জুটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এছাড়া তিনি হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ও ‘আজ রবিবার’ টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। টেলিভিশন নাটকের পাশাপাশি তিনি ২২ বছর মঞ্চে অভিনয় করেন। সুবর্ণা অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে নতুন বউ, ঘুড্ডি, নয়নের আলো, পালাবি কোথায় ও গহীন বালুচর। অভিনয়ের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।