শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৮:০৭ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৮:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পন্টুনের র‍্যাম ডুবে দৌলতদিয়া দুটি ফেরিঘাট বন্ধ, পণ্যবাহী ট্রাকের সিরিয়াল

কামাল হোসেন: [২] পদ্মায় গত ২৪ ঘন্টায় ১৫সেন্টিমিটার পানি বৃদ্ধি পাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ৩ ও ৭ নম্বর ফেরি ঘাটের পন্টুনের র‍্যাম ডুবে যানবাহন পারাপার বন্ধ রয়েছে। এছাড়াও নদীতে রয়েছে তীব্র স্রোত।

[৩] এতে ঘাট সংকট ও তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাট এলাকায় সৃৃষ্টি হয়েছে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সিরিয়াল।

[৪] ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দৌলতদিয়া ঘাটে ৭টি ফেরি ঘাট থাকলেও ১ ও ২ নম্বর ফেরিঘাট বন্ধ রয়েছে দীর্ঘ দিন এবং পানি বাড়ায় ৩ ও ৭ নম্বর ফেরিঘাটের পন্টুনের র‍্যাম ডুবে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এমতাবস্থায় ৭টি ফেরিঘাটের মধ্যে বর্তমানে চালু রয়েছে ৪, ৫ ও ৬ নম্বর ঘাটটি।

[৫] সরেজমিন সন্ধ্যা ৬টয় দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, দৌলতদিয়া দিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকা পর্যন্ত পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সিরিয়াল। ঘাটে ফেরির অপেক্ষা থাকা ট্রাক ড্রাইভার আরিফুল জানান, ঘাটে প্রতিনিয়তই কোন না কোন সমস্যার সৃষ্টি হবেই তবে এবার ভেবেছিলাম করোনার কঠোর লকডাউনে হয়ত ঘাট ফাঁকাই পাব কিন্তু সেই তিনটা থেকে ঘাটে ফেরির অপেক্ষায় বসে আছি এখন প্রায় সন্ধ্যা হতে চলল জানিনা কখন ফেরি পাব আর কখনইবা চিটাগাং গিয়ে পৌছাবো।

[৯] বিআইডবিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, ৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। পদ্মার পানি বেড়ে যাওয়ায় ৩ ও ৭ নম্বর ফেরিঘাটের র‍্যাম ডুবে যাওয়ায় ঝুঁকি এড়াতে ঘাট দুটি বন্ধ ও নদীতে স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে ঘাটে কিছু পণ্যবাহী যানবাহনের সিরিয়াল তৈরি হয়েছে। তবে দ্রতই ফেরির সংখ্যা বাড়িয়ে দিয়ে যানবাহন পারাপার করা হবে। আশা করি রাতের মধ্যেই সব যানবাহন পার হয়ে যাবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়