শিরোনাম
◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৬:৫৩ বিকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৬:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১৩৪, মৃত্যু ২ জন

অহিদ মুুকুল : [২] জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৩৮ জনের নমুনা পরীক্ষা করে ১৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৫৯ শতাংশ। এই সময়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে নতুন করে দুজন মারা গেছেন। তাঁদের একজন চাটখিল ও অন্যজন কবিরহাট উপজেলার বাসিন্দা।

[৩] মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

[৪] সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার জেলার তিনটি করোনা পরীক্ষা কেন্দ্রে শনাক্ত হওয়া ১৩৪ জন নতুন রোগীর মধ্যে ৩৫ জনই সদর উপজেলার বাসিন্দা। বাকিদের মধ্যে কোম্পানীগঞ্জে ২৮ জন, বেগমগঞ্জের ১৯ জন, কবিরহাটে ১৫ জন, সোনাইমুড়ীতে ১২ জন, চাটখিলে ১০ জন, সেনবাগে ৯ জন এবং সুবর্ণচর উপজেলায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

[৫] সূত্র জানায়, জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজনের মধ্যে চাটখিল উপজেলার খিলপাড়ার বাসিন্দা শাহ আলম (৮০) মারা গেছেন বাড়িতে এবং আবুল হোসেন (৬৫) মারা গেছেন জেলা শহরের শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড হাসপাতালে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭।

[৬] জেলা শহরের শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড হাসপাতালে বর্তমানে ৭০ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ১৯ জন করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

[৭] সিভিল সার্জন মাসুম ইফতেখার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের মাধ্যমে মানুষজনকে যতটা সম্ভব ঘরে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে। জেলায় লকডাউন ঘোষণার আগের তুলনায় এখন সংক্রমণের হার কম রয়েছে বলে উল্লেখ করেন সিভিল সার্জন।ৃ

  • সর্বশেষ
  • জনপ্রিয়