শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৬:৫৩ বিকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৬:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১৩৪, মৃত্যু ২ জন

অহিদ মুুকুল : [২] জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৩৮ জনের নমুনা পরীক্ষা করে ১৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৫৯ শতাংশ। এই সময়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে নতুন করে দুজন মারা গেছেন। তাঁদের একজন চাটখিল ও অন্যজন কবিরহাট উপজেলার বাসিন্দা।

[৩] মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

[৪] সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার জেলার তিনটি করোনা পরীক্ষা কেন্দ্রে শনাক্ত হওয়া ১৩৪ জন নতুন রোগীর মধ্যে ৩৫ জনই সদর উপজেলার বাসিন্দা। বাকিদের মধ্যে কোম্পানীগঞ্জে ২৮ জন, বেগমগঞ্জের ১৯ জন, কবিরহাটে ১৫ জন, সোনাইমুড়ীতে ১২ জন, চাটখিলে ১০ জন, সেনবাগে ৯ জন এবং সুবর্ণচর উপজেলায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

[৫] সূত্র জানায়, জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজনের মধ্যে চাটখিল উপজেলার খিলপাড়ার বাসিন্দা শাহ আলম (৮০) মারা গেছেন বাড়িতে এবং আবুল হোসেন (৬৫) মারা গেছেন জেলা শহরের শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড হাসপাতালে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭।

[৬] জেলা শহরের শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড হাসপাতালে বর্তমানে ৭০ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ১৯ জন করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

[৭] সিভিল সার্জন মাসুম ইফতেখার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের মাধ্যমে মানুষজনকে যতটা সম্ভব ঘরে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে। জেলায় লকডাউন ঘোষণার আগের তুলনায় এখন সংক্রমণের হার কম রয়েছে বলে উল্লেখ করেন সিভিল সার্জন।ৃ

  • সর্বশেষ
  • জনপ্রিয়