শিরোনাম
◈ খালেদা জিয়ার লন্ডনযাত্রা পেছাতে পারে আরও ◈ ফোন নজরদারিতে নতুন পদক্ষেপ: স্যাটেলাইট ট্র্যাকিং চালু করতে চায় ভারত ◈ মজুদ প্রচুর, তবুও দুই দিনে পেঁয়াজের দাম হঠাৎ বাড়ল ৪০ টাকা ◈ লবণ উৎপাদনে ধস: আমদানি অনুমতিতে দামপতন, বিপাকে চাষী–মিল মালিক ◈ খালেদা জিয়াকে লন্ডন নেয়ার বিষয়ে সিদ্ধান্ত আজ রাতে ◈ মান‌বিক সাহায্যের হাজার হাজার ত্রাণবাহী ট্রাক গাজার বারমুডা ট্রায়াঙ্গলে উধাও ◈ ‌বিশ্বকাপ ফুটবল, শক্তিশালী নরওয়েকে নিয়ে কঠিন গ্রুপে ফ্রান্স ◈ ফুটবল নি‌য়ে বিপা‌কে তুরস্ক,  জুয়া-ম্যাচ ফিক্সিংয়ে গ্রেপ্তার ২৭ খে‌লোয়াড়  ◈ যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে যাত্রীদের পোশাক নিয়ে নতুন বিতর্ক, প্রতিবা‌দে যাত্রী‌রা পায়জামা প‌রে হা‌জির ◈ বিশ্বকা‌পে মেসির খেলা নি‌য়ে আবা‌রো বাড়‌লো জল্পনা 

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৬:৫৩ বিকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৬:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১৩৪, মৃত্যু ২ জন

অহিদ মুুকুল : [২] জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৩৮ জনের নমুনা পরীক্ষা করে ১৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৫৯ শতাংশ। এই সময়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে নতুন করে দুজন মারা গেছেন। তাঁদের একজন চাটখিল ও অন্যজন কবিরহাট উপজেলার বাসিন্দা।

[৩] মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

[৪] সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার জেলার তিনটি করোনা পরীক্ষা কেন্দ্রে শনাক্ত হওয়া ১৩৪ জন নতুন রোগীর মধ্যে ৩৫ জনই সদর উপজেলার বাসিন্দা। বাকিদের মধ্যে কোম্পানীগঞ্জে ২৮ জন, বেগমগঞ্জের ১৯ জন, কবিরহাটে ১৫ জন, সোনাইমুড়ীতে ১২ জন, চাটখিলে ১০ জন, সেনবাগে ৯ জন এবং সুবর্ণচর উপজেলায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

[৫] সূত্র জানায়, জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজনের মধ্যে চাটখিল উপজেলার খিলপাড়ার বাসিন্দা শাহ আলম (৮০) মারা গেছেন বাড়িতে এবং আবুল হোসেন (৬৫) মারা গেছেন জেলা শহরের শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড হাসপাতালে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭।

[৬] জেলা শহরের শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড হাসপাতালে বর্তমানে ৭০ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ১৯ জন করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

[৭] সিভিল সার্জন মাসুম ইফতেখার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের মাধ্যমে মানুষজনকে যতটা সম্ভব ঘরে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে। জেলায় লকডাউন ঘোষণার আগের তুলনায় এখন সংক্রমণের হার কম রয়েছে বলে উল্লেখ করেন সিভিল সার্জন।ৃ

  • সর্বশেষ
  • জনপ্রিয়