শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ১০:২০ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হলো পোষা সিংহ

ডেস্ক রিপোর্ট: টিকটকে একটি ভিডিওতে বাসায় পোষা সিংহ দেখে তদন্ত নামে কম্বোডিয়া পুলিশ। পরে পোষা সিংহটি গত মাসে উদ্ধার করা হয়। কম্বোডিয়ার সরকারি কর্মকর্তারা বলছেন, ১৮ মাস বয়সী পুরুষ সিংহটি অবৈধভাবে পাচার করে দেশটিতে নিয়ে যায় চীনা এক নাগরিক।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের পর মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে পোষা সিংহটি।

টিকটকে ওই ভিডিওতে দেখা যায়, সিংহটিকে আদর ও গোসল করাচ্ছেন এক ব্যক্তি। তদন্তে নেমে কম্বোডিয়ার রাজধানীর একটি বিলাসবহুল বাড়ি থেকে গত ২৭ জুন পোষা সিংহটি উদ্ধার করা হয়।

কিন্তু সিংহটি ফিরে পেতে তখন থেকেই এর মালিক সামাজিক যোগাযোগের মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে আকুতি মিনতি করছিলেন।

জানা গেছে, চীনা ওই নাগরিকের নাম ঝাই জিনজিয়ান। গত রবিবার সন্ধ্যায় ফেসবুকে একটি পোস্টে ঝাই জিনজিয়ানের আবেদনে সাড়া দেন কম্বোডিয়া প্রধানমন্ত্রী হান সেন।

তিনি বলেন, সিংহটির ইস্যু নিয়ে তিনি কৃষিমন্ত্রী ভেং সাখোনের সঙ্গে আলোচনা করেছেন। সিংহটি যথাযথভাবে একটি খাঁচায় রাখার শর্তে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

তিনি আরো জানান, সিংহের মালিকের কাছ থেকে কোনো জরিমানা আদায় করা হয়ে থাকলে সেটাও ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছি।

এরপর প্রধানমন্ত্রীর পোস্টের নিচে মন্তব্য করে তাকে ধন্যবাদ জানান সিংহটির মালিক। এছাড়া এ ইস্যুতে তাকে সমর্থন জানানোর জন্য কম্বোডিয়ার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সূত্র: কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়