শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০১:১৩ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৯৭০ সালে মৃত ব্যক্তির নামে লকডাউনের নিয়ম ভাঙার জরিমানা!

দ্যা ডেইলি স্টার: লকডাউনের নিয়ম ভাঙার অপরাধে মাদারীপুরের কালকিনিতে ভ্রাম্যমাণ আদালত এমন একজনের নামে জরিমানা করেছেন যিনি কিনা ১৯৭০ সালে মারা গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে কালকিনির ডাসার বাজারে অভিযান চালান কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। দোকানপাট খোলা রাখা ও বাইরে ঘোরাঘুরি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কয়েকজনকে জরিমানা করেন তিনি।

এসময় ৬৬ বছর বয়সী সিঙাড়া বিক্রেতা ছালাম সরদারকে দোকান খোলা রাখার অপরাধে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে ১০০ টাকা জরিমানা করা হয়। তবে, জরিমানার রশিদে দোষী হিসেবে ছালাম সরদারের মৃত বাবা এরফান সরদার নাম লেখা হয়। বাবার পক্ষে জরিমানার একশ টাকা পরিশোধ করেন ছালাম সরদার।

এ বিষয়ে ছালাম সরদার বলেন, ‘লকডাউনের কারণে তিন দিন ধরে কোনো কাজ করতে পারি নাই। ঘরের খাবারও শেষ, তাই বাধ্য হয়ে কিছু সিঙাড়া বিক্রির জন্য শনিবার সকালে দোকান খুলি। হঠাৎ স্যারেরা এসে আমাকে ১০০ টাকা জরিমানা করে দিল। অথচ তখন পর্যন্ত ১০০ টাকার সিঙাড়াও বিক্রি হয়নি। পরে দেখি তারা আমার নামের পরিবর্তে আমার বাবার নামে জরিমানা করেছে।‘

তার বাবার বিষয়ে জানতে চাইলে বলেন, ‘আমার বাবা এরফান সরদার ১৯৭০ সালে মারা গেছেন। ভ্রাম্যমাণ আদালত এমনটা কেন করল জানি না।’

এ সম্পর্কে জানতে চাইলে কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘লকডাউন কার্যকর করতে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। গতকাল শনিবার উপজেলার বেশ কয়েকটি স্থানে আমি ও সহকারী কমিশনার (ভূমি) যৌথ অভিযানে ১৯টি মামলায় ১৬ হাজার টাকা জরিমানা করি।’

ডাসার বাজারে মৃত ব্যক্তির নামে জরিমানা আদায়ের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ওটা ভুল করে হয়ে গিয়েছে। ভ্রাম্যমাণ আদালত দেখলে লোকজন দৌড়াদৌড়ি শুরু করে। অনেকে ভয়ে নিজের নাম না দিয়ে বাবার নামও বলে দেয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়