শিরোনাম
◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০৬:৪০ বিকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০৬:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাজিরপুরে দেশিও অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

মো.মশিউর রহমান: [২] পিরোজপুরের নাজিরপুর থানার শাঁখারীকাঠী ইউনিয়নের বাঘাজোড়া এলাকার স্থানীয় আবুল খাঁ এর বাড়ীর পূর্ব পাশের্^র পাকা রাস্তার উপরে বসে ডাকাতি সংঘটিত করার প্রস্তুতিকালে ৫ জন ডাকাতকে দেশিও অস্ত্রসহ আটক করেছে নাজিরপুর থানা পুলিশ।

[৩] গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আজিজুল শেখ (৩৯), মোঃ মতিয়ার শেখ (৪৫), মোঃ মিজান শেখ (২৮), ওবায়দুল শেখ (৩৫), মোঃ জাকির হোসেন (২৮)।

[৪] ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে মাটিভাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক (এস আই) মোঃ রবিউল ইসলাম তার সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ৫ জুলাই রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে তাদের গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে একটি মাল্টি কালারের পিকআপ (খুলনা মেট্রো নং-১১-১৯-৩৫), একটি ১৯ ইঞ্চি লম্বা লোহার ধারালো ছোড়া, ১ টি ধারালো রামদা, একটি দেশীয় তৈরি চাইনিজ কুঠার, মাথায় ছিদ্র যুক্ত লোহার রড, গ্রীল ও তালা ভাঙ্গার লোহার তৈরী একটি আধুনিক যন্ত্র উদ্ধার করা হয়।

[৫] নাজিরপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান প্রেস বিফ্রি এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

[৬] তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিরা একটি আস্তঃ জেলা ডাকাত দলের সদস্য। এই সংঘবদ্ধ ডাকাত চক্র ঈদকে সামনে রেখে শাটডাউনের সুযোগে তাদের এ ডাকাতি কর্মকাণ্ড সংঘটিত করার চেষ্টা করেছিল। তাদের বিরুদ্ধে নাজিরপুর থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়েছে এবং তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়