শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০৬:০৯ বিকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে প্রয়াত সাবেক মন্ত্রীর ময়েজমঞ্জিলে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা

হারুন-অর-রশীদ :[২] জেলার প্রয়াত সাবেক মন্ত্রী কামাল ইবনে ইউসুফের শহরের কমলাপুরে অবস্থিত ময়েজমঞ্জিলের তালা ভেঙ্গে বিভিন্ন কক্ষ তছনছ করেছে দুর্বৃত্তরা। রোববার (৪ জুলাই) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। সোমবার সকালে কোতয়ালী থানার এসআই আনিস ঘটনাস্থল পরিদর্শণ করেন ।

[৩] খবর পেয়ে ফরিদপুরের একজন অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের দুইটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এনিয়ে সাম্প্রতিককালে ছয়বার ময়েজমঞ্জিলে রাতের আঁধারে এমন ঘটনা ঘটলো।

[৪] সরেজমিনে গিয়ে দেখা গেছে, নতুন বিল্ডিংয়ের দোতলার ড্রয়িং রুম ও বেডরুমের ওয়ারড্রব ও আলমারীর তালা ভেঙ্গে বিভিন্ন মালামাল তছনছ করা হয়েছে। সেখানে কাপড়চোঁপর, তৈজসপত্র ব্যবহার্য জিনিষপত্র মেঝেতে
ফেলা। টেলিভিশন এবং এসি ছিল ঘরে তবে কোন মালামাল খোয়া যাওয়ার খবর পাওয়া যায়নি।

[৫] ময়েজমঞ্জিলের কেয়ারটেকার মো. আফসার খাঁন বলেন, রোববার রাত ১১টা পর্যন্ত তারা ময়েজমঞ্জিলের পুরাতন বিল্ডিংয়ের একটি কক্ষে অবস্থান করেন। পরে মূল বাউন্ডারির বাইরের কক্ষে এসে ঘুমিয়ে পরেন। সকালে এসে নতুন ভবনের কলাপসিবল গেটের তালা ভাঙ্গা দেখতে পান। তিনি জানান, এর আগে সাম্প্রতিককালে আরো পাঁচবার ময়েজমঞ্জিলে এ ধরনের ঘটনা ঘটেছে।

[৬] অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার আজ সোমবার (৫ জুলাই) দুপুরে ঘটনাস্থল পরিদর্শণ করেন। এসময় তিনি আশেপাশে অনুসন্ধান করে উত্তরের সীমানা দেয়াল সংলগ্ন অজ্ঞাত ব্যক্তির পায়ের ছাপ দেখতে পান।

[৭] তিনি সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল ময়েজমঞ্জিল হওয়ায় তারা সঙ্গতকারণেই বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন। সিসি টিভি ফুটেজ ও অন্যান্য সোর্স ব্যবহার করে বিষয়টির তদন্ত করে দেখা হবে।

[৮] প্রয়াত সাবেক মন্ত্রীর মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ সাংবাদিকদের বলেন, ফরিদপুরে গেলে তারা ওই বাড়িতেই থাকেন। বিষয়টি শুধুই চুরির জন্য নাকি দুর্বৃত্তদের অন্য কোনো লক্ষ্য ছিলো কিনা সেটি খতিয়ে দেখা উচিত। আশা করি পুলিশ বিভাগ ঘটনাটি গুরুত্বের সাথে দেখবে। এ ব্যপারে কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়