শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০৫:৪৬ বিকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০৮:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটিশ স্বাস্থ্য কর্মীদের জর্জ ক্রস সম্মাননা দেবেন রানি এলিজাবেথ

শ্রাবণী কবির: [২] রাষ্ট্র পরিচালিত জাতীয় স্বাস্থ্যসেবার (এনএইচএস) কর্মীদের ব্রিটেনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রদান করবেন রানি এলিজাবেথ। যুক্তরাজ্যের করোনা মহামারির কারণে স্বাস্থ্যকর্মীদের আত্মত্যাগ এবং তাদের সেবার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হবে। সোমবার বিষয়টি ঘোষণা করে ব্রিটিশ সরকার। এনডিটিভি

[৩] এনিয়ে রানি এলিজাবেথ বলেন, পুরস্কারটির প্রদান করা হবে এনএইচএসের সমস্ত শাখার সাবেক ও বর্তমান সকল কর্মীদের। এই সম্মাননা পাবেন যুক্তরাজ্যের অন্তর্গত চারটি দেশের রাষ্ট্র পরিচালিত স্বাস্থ্যবিভাগের সকল স্বাস্থ্যকর্মী।

[৪] এনিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, এপ্রিলের শুরুতে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর স্বাস্থ্যকর্মীদের সাহসিকতা ও সেবা কাছে থেকে দেখেছি। তারা সর্বোচ্চ সম্মানের অধিকার রাখে। স্বাস্থ্যকর্মীদের সেবা ও সাহসিকতা ছাড়া আজ আমরা এই অবস্থায় থাকতাম না।

[৫] যারা অসামান্য বীরত্বের পরিচয় দেয় তাদের সম্মানার্থে জর্জ ক্রসের সম্মাননা দেওয়া হয়। এবার কোভিড-১৯ এ শুরুর থেকে এখন পর্যন্ত এনএইচএস এর হাজারের বেশি স্বাস্থ্যকর্মী কাজ করে যাচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করতে। তাদের এই বীরত্বকেই এবার স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়