শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০৪:১০ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে রিমান্ডে নারীকে যৌন ও শারীরিক নির্যাতন, দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রশান্ত কুন্ডু : [২] ডিআইজি এস এম আক্তারুজ্জামান জানান, উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল আহসানকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশও দেওয়া হয়েছে।

[৩]আদালত সূত্রে জানা গেছে, গত ২৬ জুন বরিশালের উজিরপুর উপজেলার জামবাড়ি এলাকা থেকে বাসুদেব চক্রবর্তী নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

[৪] এ ঘটনায় ২৭ জুন বাসুদেবের ভাই বরুণ চক্রবর্তী উজিরপুর মডেল থানায় শ্বাসরোধে হত্যার অভিযোগে মামলা করেন। ওই নারীসহ (৩০) অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয় জনকে আসামি করা হয়।

[৫] পরে ওই নারীকে গ্রেপ্তার করে পুলিশ। গত ৩০ জুন বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উজিরপুর আমলী আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত শুক্রবার তাকে আদালতে হাজির করে পুলিশ।

[৬] এ সময় ওই নারীকে খুঁড়িয়ে হাঁটতে দেখে কারণ জানতে চান আদালত। ওই নারী পুলিশের বিরুদ্ধে শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ করেন। আদালত একজন নারী কনস্টেবল দিয়ে পরীক্ষা করে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পান।

[৭] আদালত যথাযথ চিকিৎসা এবং নির্যাতনের বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালককে। হাসপাতাল পরিচালক তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন, যাতে আঘাতের চিহ্নের বিষয়টি উল্লেখ রয়েছে। সম্পাদনা : মুরাদ হাসান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়