শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০১:৫৮ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরিফুল হাসান: ছোটখাটো নানান বিষয়ে আমাদের ধর্মীয় অনুভূতি যতোটা শক্ত, ঘুষ-দুর্নীতি, আরেকজনের জমি দখল বা অবৈধ আয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ততোটা শক্ত না

শরিফুল হাসান: ছোটখাটো নানান বিষয়ে আমাদের ধর্মীয় অনুভূতি যতোটা শক্ত, ঘুষ-দুর্নীতি, আরেকজনের জমি দখল বা অবৈধ আয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ততোটা শক্ত না। ফলাফল দেশে-বিদেশে খেতে গিয়ে মুরগিটা হালালভাবে জবাই হয়েছে কিনা তা নিয়ে যতো চিন্তা আমাদের, হালাল রুজি নিয়ে ততোটা চিন্তা নেই। এমনকি হারাম আয়ে যে ইবাদত কবুল হয় না, সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা ভুলে যাই। অথচ কথাটা মনে রাখলে সারাজীবন দুর্নীতি করে শেষ জীবনে হজ করার ভাবনা মাথায় আসতো না। আমি মনে করি আমরা যদি সবসময় হালাল রুজি নিয়ে চিন্তা করতাম, তাহলে ঘুষ-দুর্নীতিসহ অনেক অপরাধ কমে যেতো বাংলাদেশে। আর কোনো মানুষের আয়টা হালাল হলে তিনি নিজেও বহু অপরাধ থেকে দূরে থাকবেন।

আফসোস আমরা সেদিকে নজর দেই না। বরং যার টাকা আছে হোক সেটা যেনতেন ভাবে তাকেই আমরা ভাবি ক্ষমতাবান। চলুন আমরা ছোট্ট একটা নীতি নিয়ে চলি। সবসময় সৎ থেকে আয়টা হালাল রাখবো আর সবসময় মানুষের বিপদে পাশে দাঁড়াবো। দেখবেন আমাদের অধিকাংশ সমস্যা মিটে গেছে। মনে রাখবেন দেশটা খুব ছোট। আপনি যে ঘুষ খান, দুর্নীতি করেন আপনাকে সামনা-সামনি লোকে সালাম দেয় কিন্তু আসলে সবাই জানে আপনি দুর্নীতি করেন। আল্লাহ আমাদের সবাইকে বোধ দেক। ঘুষ-দুর্নীতি হারাম থেকে দূরে রাখুন। হালাল রুজির ব্যবস্থা করুক। ভালো থাকুন সবাই। ভালো থাকুক প্রিয় বাংলাদেশ। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়