শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০৪:৪৬ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৪:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লামায় সেনাবাহিনীর অভিযানে ২৩৪০ ঘনফুট কাঠ আটক

নুরুল করিম : [২] বান্দরবানের লামা উপজেলায় একটানা দুইদিন অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত ২ হাজার ৩৪০ ঘনফুট কাঠ আটক করেছে সেনাবাহিনী। উপজেলার আজিজনগর ইউনিয়নের দুর্গম পাহাড়ি মাঈন উদ্দিন পাড়া থেকে এসব কাঠ আটক করা হয়। আটককৃত কাঠগুলোর স্থানীয় বাজার মূল্য প্রায় ১৪ লাখ টাকা বলে জানা গেছে।

[৩] সূত্র জানায়, অবৈধভাবে পাচারের জন্য বিপুল পরিমাণ কাঠ মজুত করা হয়েছে; এমন সংবাদের ভিত্তিতে লামা চাম্পাতলী আর্মি ক্যাম্পের সদস্যরা গত ৩০ জুন রাত ৮টা থেকে ২ জুলাই রাত ১১টা পর্ষন্ত আজিজনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় মাঈনউদ্দিন পাড়া এলাকা থেকে ২ হাজার ৩৪০ ঘনফুট হাইব্রিড একাশিয়া গাছ আটক করেন। পরে আটককৃত কাঠ স্থানীয় ডলুছড়ি বন রেঞ্জে হস্তান্তর করে সেনাবাহিনী।

[৪] আটক কাঠের মালিকানা দাবী করে জনৈক আজিজুর রহমান (প্রকাশ কালা ধোয়া) ও ওসমান গণি (প্রকাশ গেইট বাবুল)। জানান, তারা স্থানীয় বাগান মালিকদের কাছে থেকে লট হিসেবে ক্রয় করে এসব গাছ কর্তনপূর্বক পরিবহনের জন্য মজুদ করেন। কিন্তু তারা সরকারের ট্রানজিট রোল অমান্য করায়, সেনাবাহিনী কাঠগুলো জব্দ করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন। এসব গাছ হাইব্রিড একাশিয়া জাতের।

[৫] কাঠ আটকের সত্যতা নিশ্চিত করে লামা বন বিভাগের ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা মো: জসিম উদ্দিন বলেন, বন বিভাগের লোকবল সংকট থাকায় ও দুর্গম পাহাড়ি এলাকা হওয়ার কারণে অবৈধ কাঠ পাচারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। এ ঘটনায় অবৈধ কাঠ পাচার ও মজুতকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হবে। অবৈধ গাছের চালান আটক করে বন বিভাগের কাছে হস্তান্তর করায় সেনাবাহিনীকে ধন্যবাদও জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়