শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ১২:৩৩ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেবিদ্বারে ‘বাদশা ও বীর বাহাদুর’কে নিয়ে কোরবানি ঈদে খামারি ইব্রাহীমের স্বপ্ন

শাহিদুল ইসলাম : [২] বাদশা ও বীর বাহাদুর। নামেই রয়েছে রাজকীয় ভাব। চার বছর বয়সী বাদশার গাঁয়ের রঙ কালো। খুবই শান্ত স্বভাবের বাদশার ৬ ফুট উচ্চতা ৯ ফুট লম্বা। ৩৫মণ ওজনের বাদশাকে দূর থেকে দেখে মনে হবে ছোটখাটো একটি হাতি। অপরদিকে, ১৮মণ ওজনের বীর বাহাদুরের বয়স তিন বছর। ৫ফুট উচ্চতা ও ৮ ফুট লম্বা বীর বাহাদুরের গাঁয়ের রঙ কালো ও সাদায় মেশানো। ফ্রিজিয়ান জাতের বাদশা ও বীর বাহাদুরকে ঘিরে খামারি ইব্রাহীমের স্বপ্ন অনেক বড়। বাদশার জন্ম এ খামারেই আর বীর বাহাদুরকে ইব্রাহীম অন্য একটি খামার থেকে ক্রয় করেছেন।

[৩] বীর বাহাদুর ও বাদশাকে নিয়ে এলাকাবাসীর কৌতুহলের শেষ নেই। ক্রেতা থেকে শুরু করে ব্যাপারীরা খামার ঘুরে যান দাম শুনে কারোই সাহস হয়না ক্রয়ের। কোরবানীর ঈদে বাজার কাপাঁবে ইব্রাহীমের বাদশা ও বীর বাহাদুর। বিক্রেতা ইব্রাহীম খলিল জানান, বাদশার দাম চাওয়া হবে ১৫/১৬ লাখ আর বীর বাহাদুরের দাম ১০/১২লাখ। তবে বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে চাহিদার কাছাকাছি আসলেই বাদশা ও বীর বাহাদুরকে বিক্রি করবেন তিনি।
ইব্রাহীম আরও জানান, প্রতিদিন অসংখ্য মানুষ বাদশা ও বীর বাহাদুরকে দেখতে ভীড় করছে খামারে। মজা করে অনেকেই বাদশার ও বীর বাহাদুরের সঙ্গে সেলফিও তুলছেন। বাদশা ও বীর বাহাদুরকে এবার বাজারে তুলবেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাধানগর গ্রামের খামারী ইব্রাহীম খলিল।

[৪] খামারী ইব্রাহীম বলেন, ২০১৭ সাল থেকে সফল খামারী হওয়ার স্বপ্ন নিয়ে মাত্র ৩টি গরু দিয়ে শুরু করি খামার। এখন আমার খামারে ৫৪টি মোটাতাজা গরু রয়েছে। এর মধ্যে অনলাইনেও বেচাবিক্রি ও দরদাম কষাকষি চলছে। এ বছর কোরবানী ঈদকে উপলক্ষ করে বাদশা ও বীর বাহাদুরকে মোটাতাজা করেন ইব্রাহীম। এরইমধ্যে খামারে থাকা ২৪টি বিক্রি করে ফেলেছেন তিনি। এখন ইব্রাহীমের খামারে শুধুই বাদশা ও বীর বাহাদুরের আধিপত্য চলছে।

[৫] সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে কুমিল্লার ছোটরা এলাকা থেকে ইকরামুল হক রুবেল পাঁচ বন্ধুকে নিয়ে এসেছেন ইব্রাহীমের খামারে। তারা দুটি শাহীওয়াল জাতের গরু কিনেছেন সাড়ে চার লক্ষ টাকা দিয়ে। ইকরামুল হক রুবেল এ প্রতিবেদককে বলেন, গরু কিনে এখানেই রেখে দিয়েছি। ঈদের আগের দিন ইব্রাহীম তার নিজস্ব পরিবহন দিয়ে আমাদের বাড়িতে পাঠিয়ে দিবে। তবে আমার মনে হয়েছে, ক্রেতারা বাজারে না ঘুরে এখানে এলে ভালোদামে দেখে শুনে গরু কিনতে পারবেন।

[৬] ইব্রাহীম জানান, গত চার বছর ধরে বাদশা ও তিন বছর ধরে পরম যত্নে বীর বাহাদুরকে গড়ে তুলেছেন তিনি। এ্যাংকার ভুষি, খৈল, রাব, মিষ্টি কুমড়া, সহযোগে তৈরি করা বিশেষ খাবার প্রিয় বাদশা ও বীর বাহাদুরের। নিয়ম করে তাদের খাওয়ানো ও পরিচর্চা করার জন্য সকাল-বিকাল দু’জন প্রতিদিন কাজ করছেন। আছেন একজন নিয়মিত পশু চিকিৎসকও। মাঝেমধ্যে ইব্রাহীমের নিজস্ব খামারে উৎপাদিত নেপিয়ার ঘাস খাওয়ান বাদশা ও বীর বাহাদুরকে।

[৭] পরিচর্চাকারী আবদুল কাদের ও খলিলুর রহমান জানান, খুবই শান্ত স্বভাবে বাদশা। ঘাড়ে-গলায় হাত বুলিয়ে দিলে সহসাই যেকোন খাবারই খাওয়ানো যায়। অন্যদিকে, বীর বাহাদুর বাদশার উল্টো। সময়মত খাবার দিতে দেরী হলেই চিৎকার চেচামেচি শুরু করে। খুব রাগী আরও জেদী। তবে খুব যত্নসহকারে এদের পরিচর্চা করি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাকিব হাসান বলেন, সরকার খামারিদের নতুন প্রযুক্তি সরবরাহের মাধ্যমে তাদেরকে প্রণোদনা প্রদান করছে, প্রয়োজনে চিকিৎসা সেবাও দিবে। ইব্রাহীম খলিলের খামারের বিষয়টা আমি জানি, সে একজন সফল খামারি। বাদশা ও বীর বাহাদুর নামে দুটি গরু রয়েছে তার খামারে। আশা করি সামনের ঈদে সে ন্যায্য মূল্যে বাদশা ও বীর বাহাদুরকে বিক্রি করতে পারবে।
মোঃ শাহিদুল ইসলাম, দেবিদ্বার প্রতিনিধি, মোবাইল-০১৯৯৯৯৯৪০০৫, তারিখঃ ০৪-০৭-২০২১ ইং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়