শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০২:২৯ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমতিয়াজ মাহমুদ: পরীমনির চরিত্রহনন এবং নারীদের হেনস্তা

ইমতিয়াজ মাহমুদ: পরীমনি যার বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলা করেছেন সেই নাসিরউদ্দিন সাহেব একদিনের জন্যও জেল হাজতে থাকেননি। গ্রেফতার করেই তাকে নিয়ে যাওয়া হয়েছিল গোয়েন্দা শাখার অফিসে। এরপর রিমান্ড নিয়ে নিয়ে পুরো সময়টা তিনি গোয়েন্দা শাখার অফিসে বা পুলিশের থানায় ছিলেন। অনুমান করি আরামসেই ছিলেন। এই সময়ে ওদের জন্য খাবার গেছে কোথা থেকে সেটাও আপনারা একটু খোঁজ খবর নিলেই জানতে পুরবেন। আর... তার জামিনই হয়ে গেছে।

এর মধ্যে পরিমনির বিরুদ্ধে বিষোদ্গার করা থেকে আমাদের বীরপুরুষরা একটি দিনের জন্যও বিরত থাকেননি। ফেসবুকের নিউজফিডে কী কী সব বিচিত্র স্পন্সরড পোস্ট আর তথাকথিত নিউজ পোর্টালের পোস্ট ভেসে আসে। এসবের প্রত্যেকটাতেই অকাট্যভাবে প্রমাণ করে দেওয়া থাকে যে পরিমনি অত্যন্ত খারাপ একজন নারী। এদের সাথে কিছু উন্নতজাতের নারীও যোগ দিয়েছেন। একজনকে তো দেখলাম নাসির ভাই কতো ভালো মানুষ আর বোট ক্লাব কতো চমৎকার একটা ক্লাব আর পরিমনি কতো মন্দ এসব বলে ভিডিও করেছেন।

লাখ লাখ মানুষ এসব দেখেছে- এসব অপপ্রচার, এসব মন্দ কথা এসব গালাগালি আর চরিত্রহনন। লাখ লাখ মানুষ এসব শেয়ার করেছে ফেসবুকে আর নিজের ঘরে বা অফিসে বসে প্রবল কণ্ঠে গালি দিয়েছে পরিমনিকে। আমি আপনাদের বলে রাখি, কিছুদিনের মধ্যেই ওরা পরীমনিকে বেশ্যা প্রমাণিত করে ছাড়বে। বললাম যে কথাটা, মনে রাখবেন। দেখবেন।

তরুণ নারীরা, আপনারা মনে রাখবেন একজন নারীকে এভাবে হেনস্তা করা এটা নতুন কিছু না। এটা অভিনব কিছু না। আপনি হয়তো জানেন না, গত শতকে আমাদের এই প্রিয় দেশটিতে একজন কবি ছিলেন। নারী। তিনি কণ্ঠ উঁচু করে নারী অধিকারের কথা তাঁর নিজের মতো করে বলেছিলেন। ব্যাস। আমাদের দেশের গোটা সমাজ তাকে ঐরকম বেশ্যা প্রমাণিত করতে লেগে গিয়েছিল। তখন সেই কবি স্পষ্ট করে সেই কথাটা নিয়ে কটা কবিতাও লিখেছিলেন, মেয়ে, তুমি যদি রাজপথে পা রাখো তোমাকে ওরা ওইটাই বলবে। সেই কবিকে আমরা দেশ থেকে তাড়িয়ে দিয়েছি। একদম।

পদে পদে টের পাই, আমাদের সেইসময়ের সেই তরুণ কবিটি কবিতায় যে কথাগুলো লিখেছেন তার একটি বর্ণ মিথ্যা নয়- একটি বর্ণ না একটি যতিচিহ্নও ভুল নয়। আজকের তরুণ নারীরা, আপনি কি আমাদের সেই কবির নাম জানেন? পড়েছেন কি তার কবিতা? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়