শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর ◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ নো হাংকি পাংকি’? এটা কি রাজনৈতিক ভাষা হতে পারে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ১১:৩২ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ১১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার লকডাউনে বাজারে নামলো ভোক্তা অধিকার

নিউজ ডেস্ক: দেশজুড়ে চলছে কঠোর লকডাউন। বাজরে ক্রেতাদের উপস্থিতী কম থাকলেও নিত্য পণ্যের দাম কিন্তু কম নয়। লকডাউনের সু‌যো‌গে কেউ যেন নিত্যপ‌ণ্যের বাজার অস্থির না কর‌তে পা‌রেন, সেজন্য বাজারে নে‌মে‌ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শ‌নিবার (৩ জুলাই) রাজধানীর ‌বিভিন্ন এলাকায় অভিযান চালায় অধিদপ্তরের ৬টি টিম। পণ্যের মূল্য তা‌লিকা না থাকা, বে‌শি দা‌মে পণ্য বি‌ক্রি ও মেয়া‌দোত্তীর্ণ ওষুধ বি‌ক্রির অপরা‌ধে এ সময় বেশ কয়েকটি প্র‌তিষ্ঠান‌কে জ‌রিমানা করা হ‌য়।

No description available.

এ বিষয়ে ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ক‌ঠোর বি‌ধি‌নি‌ষেধ‌কে (লকডাউন) কেন্দ্র করে কেউ যেন নিত্যপণ্যের বাজার অস্থির করতে না পারেন, এ জন্য শ‌নিবার ছু‌টির দি‌নে বাজারে বিশেষ অভিযান শুরু হ‌য়ে‌ছে। অধিদপ্তরের ৬টি ও বাণিজ্য মন্ত্রণালয়ের দুটিসহ মোট ৮টি টিম বাজার মনিটরিং করেছে। বাজার অস্থিতিশীল করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অধিদপ্তরের পক্ষ থে‌কে জানা‌নো হয়, উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার ও সহকারী প‌রিচালক ফাহমিনা আক্তার ও তাহমিনা বেগমের নেতৃ‌ত্বে রাজধানীর কলাবাগান, নিউমার্কেট বনলতা কাঁচাবাজার, নিউমার্কেট ডি-ব্লক সুপার মার্কেট, পলাশী বাজার, লালবাগ কেল্লার মোড় বাজার, রায়েরবাজার, শ্যামবাজার, বাবুবাজার চালের আড়ৎ, বাদামতলী ফলের আড়ৎ ও রায়সাহেব বাজারে অভিযান চালানো হয়েছে। প‌ণ্যের মূল্য তা‌লিকা না থাকা, বে‌শি দা‌মে পণ্য বি‌ক্রি ও মেয়া‌দোত্তীর্ণ ওষুধ বি‌ক্রির অপরা‌ধে এ সময় বেশ কয়েকটি প্র‌তিষ্ঠান‌কে ৭ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে।

No description available.

অধিদপ্তরের উপ-পরিচালক আফরোজা রহমান, মো. মাসুম আরেফিন এবং সহকারী প‌রিচালক প্রনব কুমার প্রামানিকের নে‌তৃ‌ত্বে রাজধানীর গুলশান, বসুন্ধরা, ভাটারা, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা ও মেরাদিয়া এলাকায় বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতা সৃষ্টি করা হয়। এ সময় ভোক্তা স্বার্থবি‌রোধী অপরা‌ধে ৪টি প্রতিষ্ঠানকে সা‌ড়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

-ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়