শিরোনাম
◈ ভারতীয় সেনাবাহিনীর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবে বাংলাদেশের ৮ মু‌ক্তি‌যোদ্ধা ও ২ সামরিক অ‌ফিসারসহ ২০ জ‌নের প্রতিনিধি দল ◈ উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা যাবে কি না, স্পষ্ট করলেন ইসি আনোয়ারুল ◈ দুর্নীতির লাগাম টেনে ধরার রেকর্ড বিএনপির আছে—তারেক রহমান ◈ মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: পরিচয় মেলেনি গৃহকর্মী আয়েশা’র ◈ জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ ◈ তফসিলের পর সর্বোচ্চ নিরাপত্তা মোতায়েন, বেআইনি সমাবেশে কঠোর ব্যবস্থা: অন্তর্বর্তী সরকারের বিবৃতি  ◈ ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’ ◈ হাইকোর্টের আশপাশের এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ : ডিএম‌পি ◈ ১৩ ব্যাংক থেকে কেনা হলো ২০ কোটি ২০ লাখ ডলার ◈ ১৮টি কেন্দ্র–৪৯টি ভেন্যুতে মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার: কড়া নিষেধাজ্ঞা ও নতুন নির্দেশনা

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৬:০৯ বিকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোবাইল ফোনে মিনিট ও ডাটা জেতার প্রলোভন দেখিয়ে টাকা হাতানো চক্রের মূলহোতাসহ দুইজন গ্রেপ্তার

সুজন কৈরী: [২] কখনো মোবাইল ফোনে মিনিট এবং ইন্টারনেট ডাটা, কখনো কবিরাজ, কখনো আবার লটারি জেতার টাকা দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মূলহোতা আজমির (২৬) ও তার সহযোগী সাগর (২২)।

[৩] শুক্রবার পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সহায়তায় কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করে করিমগঞ্জ থানা পুলিশ।

[৪] এটিইউ জানায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু ডিজিটাল প্রতারক চক্র কখনো মোবাইলে মিনিট এবং ইন্টারনেট ডাটা প্যাক দেওয়ার নামে নিরীহ লোকজনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। কখনো কবিরাজি চিকিৎসা দেওয়ার নামে লোকজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। আবার কখনো লটারির ড্র জেতার নাম করে সেই ড্রয়ের টাকা উত্তোলনের জন্য সরল নিরীহ লোকজনকে বোকা বানিয়ে অর্থ হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের সন্ধান পাওয় যায়। এরপর তদন্তে শুরু করে এটিইউ। বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে মনিটরিং চালিয়ে শনাক্তের পর শুক্রবার এটিইউর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে সার্কেল এএসপি মো. ইফতেখারুজ্জামানের নেতৃত্বে করিমগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে চক্রের মূলহোতাসহ দুজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় করিমগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

[৫] এটিরইউ’র পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) এম এম হাসানুল জাহিদ বলেন, গ্রেপ্তারকৃতরা ফেসবুকে বিভিন্ন আইডি ও পেইজ খুলে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লোভনীয় অফার দিয়ে সহজ সরল ভুক্তভোগীদের আকৃষ্ট করে প্রতারণার মাধ্যমে বিকাশ ও নগদের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন।

[৬] তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্তে চক্রটির আরও সদস্য রয়েছে। দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়