শিরোনাম
◈ ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারদের বিপিএল খেলা নিয়ে এলো নতুন সিদ্ধান্ত ◈ টেলিযোগাযোগ অধ্যাদেশের খসড়া: ফোনে অশোভন বার্তা পাঠালে ২ বছরের দণ্ড ◈ কালকের মধ্যে জুলাই সনদের আদেশ না হলে ১১ নভেম্বর ঢাকায় জনস্রোত হবে: ইসলামি ৮ দলের হুঁশিয়ারি ◈ পুঁজিবাজারে বড় ধাক্কা: একীভূত প্রক্রিয়ায় পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত ◈ আমরা সরকারের চালাকি বুঝি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: ডা. তাহের ◈ বিএনপিতে যোগদান নিয়ে যা জানালেন স্নিগ্ধ ◈ সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিল হাইকোর্ট ◈ সিরীয় বংশোদ্ভূত জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি এখন বিশ্বজুড়ে আলোচনায় ◈ জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক বিভাজন গভীরতর: তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের সময়কালেই মূল অচলাবস্থা ◈ পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতসহ আট ইসলামি দলের যমুনা অভিমুখে পদযাত্রা শুরু

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৬:০৯ বিকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোবাইল ফোনে মিনিট ও ডাটা জেতার প্রলোভন দেখিয়ে টাকা হাতানো চক্রের মূলহোতাসহ দুইজন গ্রেপ্তার

সুজন কৈরী: [২] কখনো মোবাইল ফোনে মিনিট এবং ইন্টারনেট ডাটা, কখনো কবিরাজ, কখনো আবার লটারি জেতার টাকা দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মূলহোতা আজমির (২৬) ও তার সহযোগী সাগর (২২)।

[৩] শুক্রবার পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সহায়তায় কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করে করিমগঞ্জ থানা পুলিশ।

[৪] এটিইউ জানায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু ডিজিটাল প্রতারক চক্র কখনো মোবাইলে মিনিট এবং ইন্টারনেট ডাটা প্যাক দেওয়ার নামে নিরীহ লোকজনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। কখনো কবিরাজি চিকিৎসা দেওয়ার নামে লোকজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। আবার কখনো লটারির ড্র জেতার নাম করে সেই ড্রয়ের টাকা উত্তোলনের জন্য সরল নিরীহ লোকজনকে বোকা বানিয়ে অর্থ হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের সন্ধান পাওয় যায়। এরপর তদন্তে শুরু করে এটিইউ। বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে মনিটরিং চালিয়ে শনাক্তের পর শুক্রবার এটিইউর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে সার্কেল এএসপি মো. ইফতেখারুজ্জামানের নেতৃত্বে করিমগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে চক্রের মূলহোতাসহ দুজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় করিমগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

[৫] এটিরইউ’র পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) এম এম হাসানুল জাহিদ বলেন, গ্রেপ্তারকৃতরা ফেসবুকে বিভিন্ন আইডি ও পেইজ খুলে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লোভনীয় অফার দিয়ে সহজ সরল ভুক্তভোগীদের আকৃষ্ট করে প্রতারণার মাধ্যমে বিকাশ ও নগদের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন।

[৬] তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্তে চক্রটির আরও সদস্য রয়েছে। দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়