শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৪:১২ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশির ভট্টাচার্য্য: সত্য হচ্ছে, ‘মাদ্রাসা’, ‘টোল’, ‘বিশ্ববিদ্যালয়’-এই প্রতিষ্ঠানসমূহের জন্ম ও কর্ম দুইই আদ্যন্ত আলাদা

শিশির ভট্টাচার্য্য: ‘বিশ্ববিদ্যালয়’ একটি কৃতঋণ অনুবাদ শব্দ, বাংলায় কিংবা বিশ্বের যে কোনো ভাষায়। যে ল্যাটিন শব্দের অনুকরণে সংস্কৃত ‘বিশ্ববিদ্যালয়’ শব্দটি গঠিত হয়েছিল, সেই ‘ইউনিভার্সিটি’ শব্দের অর্থ ছিল ‘গিল্ড’, ‘সমিতি’ বা ‘সংঘ’। নাপিত, কামার, কুমার, ছাত্র, শিক্ষক সব পেশাদার বুর্জোয়া সম্প্রদায়ের সমিতি গড়ে উঠছিল ইওরোপে, মধ্যযুগের দ্বিতীয় পর্বে, দ্বাদশ-ত্রয়োদশ শতকে, বিশেষ করে ইতালিতে এবং ফ্রান্সে।

বিভিন্ন গিল্ডের মধ্যে ছাত্র-সমিতি এবং শিক্ষক-সমিতির নাম হিসেবে ‘ইউনিভার্সিটি’ শব্দটি স্থায়ী হয়। ইওরোপে বিশ্ববিদ্যালয় ছিল দুই প্রকার: ছাত্রপরিচালিত এবং শিক্ষক পরিচালিত। প্রথম দুই বিশ্ববিদ্যালয়: বোলোনিয়া এবং প্যারিস। প্রথমটি ছিল নিছকই এক ছাত্র-সমিতি, দ্বিতীয়টি শিক্ষক-সমিতি।

মধ্যযুগের ইওরোপে ছাত্র ও শিক্ষক সমিতি গড়ে ওঠার কমপক্ষে ১৩টি কারণ রয়েছে এবং ‘বিশ্ববিদ্যালয়ের ইতিহাস: আদিপর্ব’ পুস্তকের দ্বিতীয় ও সর্বশেষ অধ্যায়ে এই কারণগুলো সবিস্তারে বলা হয়েছে। আমার দাবি, অনুরূপ কারণগুলো পৃথিবীর আর কোথাও, কখনও সৃষ্টি হয়নি, সুতরাং বিশ্ববিদ্যালয়ও পৃথিবীর আর কোথাও গড়ে ওঠেনি।

ভারতের তক্ষশীলা, নালন্দা, প্ল্যাটো-এ্যারিস্টটলের একাডেমিয়া-লাইসিয়াম, আরব দেশের মাদ্রাসা বিদ্যায়তন অবশ্যই ছিল, হয়তো আজকের কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের তুলনায় মহানতর ছিল, কিন্তু সেগুলো কোনোমতেই বিশ্ববিদ্যালয় ছিল না। বিশ্ববিদ্যালয় নামক প্রতিষ্ঠান দূরে থাক, (ছাত্র/শিক্ষক সমিতি অর্থে) ‘বিশ্ববিদ্যালয়’ শব্দের প্রতিশব্দ সংস্কৃত, গ্রীক, আরবিতে ছিল না কখনই, থাকার কথা নয়, কারণ বস্তু না থাকলে শব্দ সৃষ্টি হবার কোনো কারণ নেই।

মাদ্রাসার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনা করে কিংবা মাদ্রাসার চেয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে হীন দেখিয়ে নিজের মনের কোনো তামাদি ঘা চুলকে শান্তি পাওয়া যেতেই পারে, কিন্তু সত্য হচ্ছে, ‘মাদ্রাসা’, ‘টোল’, ‘বিশ্ববিদ্যালয়’ -এই প্রতিষ্ঠানসমূহের জন্ম ও কর্ম দুইই আদ্যন্ত আলাদা। একজন মাদ্রাসা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে নিজেকে কৃতার্থ বোধ করে। কই এর উল্টোটাতো হয় না!

স্থান-কাল-পাত্র। বিশ্ববিদ্যালয়সহ একটি দেশের সমস্ত প্রতিষ্ঠানে সেই দেশের পাত্রসমূহের বুদ্ধিবৃত্তি ও স্বভাবের প্রতিফলন হয়। বাংলাদেশেও এর অন্যথা হচ্ছে না। প্রতিষ্ঠানের অবনমন কখনই প্রতিষ্ঠানের দোষে হয় না, হয় প্রতিষ্ঠানকে যারা ধারণ করে, মুখ্যত সেই সব পাত্রের দোষে এবং গৌণত স্থান ও কালের দোষে। ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসাতর হয়ে গেছে, মানলাম, কিন্তু মহান এই পাত্রখান বা পাত্রদের দশকব্যাপী মহানতর উপস্থিতি সত্তেও কেন আমাদের কালে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো শ্রেফ একেকটি মুনাফাখোর গার্মেন্টস ফ্যাক্টরি রয়ে গেছে, সেই প্রশ্ন জাতি করতেই পারে।
যত দুরবস্থাই হোক, বাঘ কখনও খাটাস হয় না, যদিও দুই প্রাণীর গায়েই বোঁটকা গন্ধ আছে।

বাংলা বই যারা পড়েন, তারা ‘বিশ্ববিদ্যালয়ের ইতিহাস’ শীর্ষক সামান্য বইটি একবার অন্তত পড়ে নিয়ে তারপর ইচ্ছে হলে মিডিয়ায় বা অন্যত্র বিশ্ববিদ্যালয় নিয়ে আবোল-তাবোল বকতে পারেন। যত বেশিই হোক না কেন পরিমাণে, একপেশে তথ্য ভিজা খড়ের মতো, সাবজেক্টিভ বিচারের ভাঙা চুঙা দিয়ে যত ফুৎকারই করা হোক না কেন, ধোঁয়া আর ছাইয়ে চোখমুখ লাল হওয়াই সার হবে, কদাপি আগুন ধরবে না। (ফেইসবুক থেকে সংগৃহিত)

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়