শাকিল আহমেদ: কোনো চিন্তা করিও না, আমি তো আচি, টেকা পাঠায়া দিমু, সব ঠিকঠাক মতোন চালাইয়ো। বৃদ্ধ লোকটি সারাদিন কাজ করার পর বাড়িতে কথা বলছেন। আমি দাড়িয়ে দাড়িয়ে উনার কথা শুনছিলাম, আর ভাবছিলাম আহা জীবন,এই বয়সেও নিস্তার নাই!
ছবি তুললাম আর উনাকে বললাম,চাচা আপনার একটা ছবি তুলেছি,আপনি যখন কথা বলছিলেন! কিছু মনে করেন নি তো? হাতে ইশারা দিয়ে সম্মতি দিলেন, সমস্যা নাই। আমি বল্লাম চাচা, কিছু খাবেন? উনি মাথা নেড়ে না করলেন! উনার চোখে লেগে আছে পরিবার নিয়ে নানা জটিলতার চিন্তা!
আমি চাচাকে বল্লাম, আপনাকে কোনো সহযোগিতা করতে পারি? কথা বললেন না!ইশারা করলেন আপন গতিতে!
আমি বুঝে নিলাম,উনি একা একাই ভাবতে চাইছেন।যেটা তিনি তার পরিবার চালাতে গিয়ে হয়তো সারা জীবন ভেবে চলেছেন!
এমন লক্ষ লক্ষ,কোটি কোটি পরিবারের পরিচালক ভেবে আসছেন তার পরিবার নিয়ে!!"
কিন্তু উনার বয়স টা আমাকে খুব ভাবিয়ে তুলেছে!এই বয়সেও তিনি নিস্তার পাচ্ছেন না।হয়তো দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরও পাবেন না! শ্রদ্ধা শ্রদ্ধা আর শ্রদ্ধা আপনাদের এবং আপনার জন্য।
মহান আল্লাহ'র কাছে চাইলাম, আল্লাহ উনাদের জন্য কিছু করবার শক্তি যদি আমাকে দিতেন!!!
বিঃদ্রঃ উনারা শুধু রিক্সা চালক না।এক একটি পরিবারের পরিচালক হিসেবে আমাদের কাছে সন্মান প্রাপ্য। যার যার জায়গা থেকে যেনো আমরা তা ভাবনার জায়গায় আনতে পারি (সিইউ ফ্রেন্ডস ফেইসবুক গ্রুপ থেকে সংগৃহিত)
আপনার মতামত লিখুন :