শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৩:৫৩ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৩:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাধারণ মানুষকে ঘরে রাখতে পুলিশের টহল, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

রিয়াদ ইসলাম : [২] কঠোর লকডাউনের তৃতীয় দিনে সরকারি বিধিনিষেধ বাস্তবায়ন, সচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণের জন্য ঈশ্বরদী উপজেলায় মাঠে নেমেছে পাবনা জেলা পুলিশ ও স্থানীয় উপজেলা প্রশাসন।

[৩] শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম এমরুল কায়েস, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিগ্ধা আক্তার, মাসুদ আলম, আব্দুল্লাহ আল মামুন, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, ডিএসবি ঈশ্বরদীর থানার ইনচার্জ ইন্সপেক্টর শেখ মোঃ মোবারক পারভেজ, ঈশ্বরদী আমবাগান ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) শহিদুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

[৪] অভিযানের শুরুতে শনিবার বেলা ১২টায় উপজেলার দাশুড়িয়া বাজার মোড়ে করোনা সচেতনতায় মানুষকে উদ্বুদ্ধকরণে পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। এসময় বাজারের খোলা দোকান পাঠ বন্ধ করা হয়। এখন থেকে গাড়ির বহর নিয়ে উপজেলার বিভিন্ন সড়কে তারা টহল দেন। বেলা একটার দিকে ঈশ্বরদী বাজারে অভিযান পরিচালনার সময় বাজারে আসা মানুষকে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানা, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়ার, মাস্ক পরিধান ও সাবান দিয়ে হাত ধোঁয়ার জন্য আহবান জানান পুলিশ সুপার এবং ইউএনও।

[৫] অন্যদিকে শনিবার দুপুরে উপজেলার ছলিমপুর ইউনিয়নের জয়নগর শিমুলতলা বাজারে মাস্ক না করার অপরাধে ভ্রামমাণ আদালত দুই ব্যক্তিকে ২০০ টাকা করে জরিমানা করেন। এরা হলেন জয়নগর বাজারের ব্যবসায়ী নবাব আলী ও আনিসুর রহমান। ভ্রামমাণ আদালতের নেতৃত্ব দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মমতাজ মহল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়