শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০১:১১ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ লাখের বেশি ​টিকা ফেলে দিচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: দেশের অধিকাংশ মানুষকে টিকা দিয়েছে ইসরায়েল। হাতে থাকা দশ লাখের বেশি ফাইজার টিকার মেয়াদ শেষ হবে জুলাইয়ের শেষে। এসব টিকার বিনিময়ে পরে টিকা পেতে চুক্তি করতে ব্যর্থ হওয়ায় টিকাগুলো হয়তো ফেলে দিতে হবে ইসরায়েলকে।

প্রথমে ইসরায়েল এসব টিকা ফিলিস্তিনকে দিতে চেয়েছিল। বিনিময়ে ফিলিস্তিন কোভ্যাক্স থেকে ফাইজারের যেসব টিকা পাবে সেগুলো ইসরায়েলকে দেবে। কিন্তু সমালোচনার মুখে ফিলিস্তিন কর্তৃপক্ষ ইসরায়েলের সঙ্গে চুক্তি থেকে সরে আসে।

এরপর মিত্র যুক্তরাজ্যের দারস্থ হয় ইসরায়েল। তেল আবিবের পক্ষ থেকে লন্ডনকে বলা হয়, এসব টিকা ব্রিটেনকে তারা এখন দিয়ে দিবে। পরে যুক্তরাজ্য চলতি বছরের সেপ্টেম্বরে তা ফেরত দেবে। কিন্তু ব্রিটিশ সরকারও তাতে রাজি হয়নি।

ইসরায়েলের চ্যানেল ১২ জানায়, টিকা বিনিময়ের ব্যাপারে যুক্তরাজ্যের সঙ্গে ইসরায়েলের আলোচনার অনেক অগ্রগতি হয়েছে। কিন্তু পরে ইসরায়েলের সরকারি কর্মকর্তা জানায়, ‘টেকনিক্যাল প্রবলেমের’ কারণে ওই চুক্তিতে উপনীত হওয়া যায়নি।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘টিকা বিনিময় নিয়ে ইসরায়েল ও যুক্তরাজ্যের মধ্যে আলোচনা চলছিল। তবে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কিছু সমস্যার কারণে ব্রিটিশ সরকারের সঙ্গে টিকা বিনিময়ের এই চুক্তি ফলপ্রসূ হয়নি।’

ইসরায়েলের চ্যানেল ১২ জানাচ্ছে, বিষয়টি নিয়ে ফাইজারের কাছে আবেদন জানিয়ে ইসরায়েল টিকাগুলোর মেয়াদ বাড়ানোর অনুরোধ করলেও ফাইজার তা খারিজ করে বলে, ৩০ জুলাইয়ের পর টিকার কার্যকারিতা নিয়ে তারা নিশ্চয়তা দিতে পারছে না।

সূত্র: দ্য গার্ডিয়ান

  • সর্বশেষ
  • জনপ্রিয়