শিরোনাম
◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী 

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০৭:৩৩ বিকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ১২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য- জুনে ৩২৯ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার

শাহীন খন্দকার: [২] জুন মাসে দেশে নারী ও কন্যাশিশুর ওপর নির্যাতনের ঘটনায় নারীর সংখ্যা ১৮৩, আর কন্যাশিশুর সংখ্যা ১৪৬। শুক্রবার (২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংরক্ষিত ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ পরিসংখ্যান প্রকাশ করেছে সংগঠনটি।

[৩] এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহিলা পরিষদ জানিয়েছে, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে ২০২১ সালের জুন মাসে মোট ৩২৯ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে ১৩৮ জন তন্মধ্যে ৬৯ জন কন্যাশিশু ধর্ষণের শিকার, ৯ জন কন্যাশিশু দলবদ্ধ ধর্ষণের শিকার, ১ জন কন্যাশিশু ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে।

[৪] এছাড়াও ১০ জন কন্যাশিশুসহ ১২ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ১ জন শ্লীলতাহানির শিকার হয়েছে। ৯ জন কন্যাশিশুসহ ১০ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে। ২ জন কন্যাশিশুসহ ৩ জন পিতৃত্বের দাবির ঘটনা ঘটেছে। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ৩ জন। ৩ জন কন্যাশিশুসহ উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৫ জন। ১৫ জন কন্যাশিশুসহ ২১ জন অপহরণের ঘটনার শিকার ও ১ জন কন্যাশিশুসহ ২ জনকে অপহরণের চেষ্টা করা হয়েছে।

[৫] সংগঠনটি আরো জানিয়েছে, নারী ও শিশু পাচারের ঘটনা ঘটেছে ৭ টি। বিভিন্ন কারণে ৬ জন কন্যাশিশুসহ ৩৮ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও ৫ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১৪ জন, তন্মধ্যে ৫ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ২ জন কন্যাশিশুসহ মোট ৭ জন।

[৬] বিভিন্ন নির্যাতনের কারণে আত্মহত্যা করেছে ২ জন কন্যাশিশুসহ ১১ জন। ৯ জন কন্যাশিশুসহ ৪১ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্যবিবাহ সংক্রান্ত ঘটনা ঘটেছে ৬টি। সাইবার অপরাধের শিকার হয়েছে ৩ জন। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়