শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০৭:২৯ বিকাল
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কঠোর লকডাউনে বেড়েছে মাছ-মুরগি ও সবজির দাম

সমীরণ রায়: [২] করোনা সংক্রমণ রোধে দেশে সাতদিনের লকডাউন আর দুদিন ধরে টানা বৃষ্টিতে প্রভাব পড়েছে কাঁচাবাজারে। এতে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে সব ধরনের পণ্যের।

[৩] শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বেগুন ৬০, করলা ৬০, টমেটো ৮০, বরবটি ৬০, চাল কুমড়া কেজি ৪০-৫০, লাউ ৬০, মিষ্টি কুমরার কেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৪০, পটল ৪০, ঢেঁড়স ৪০, লতি ৬০, ধুন্দুল ৫০, কচুর মুখি ৫০, আলু কেজি ২৫, পেঁয়াজ ৫০-৫৫, কাঁচা মরিচের কেজি ৪০, কাঁচকলার হালি ২৫-৩০, পেঁপে কেজি ৪০, শসার ৪০, কাকরোল ৪০ টাকা ও লেবুর হালি বিক্রি হচ্ছে ১০-১৫ টাকায়।

[৪] বোতলের লিটার প্রতি সয়াবিন তেল ১৫৩ ও খোলাটা ১৩০-১৩৫, পাম সুপারের কেজি ১১৫-১২০ টাকায় বিক্রি হচ্ছে। শুকনা মরিচ কেজি ১৫০-২৫০, রসুন ৮০-১৩০, আমদানি করা আদা ১৬০-১৮০, হলুদ ১৬০-২২০ টাকায় বিক্রি হচ্ছে। চিনি প্রতিকেজি ৭৮-৮০, প্রতিকেজি বিআর-২৮ চাল ৪৮-৫০, মিনিকেট ৬০-৬২, নাজিরশাইল ৬২-৬৫, মোটা চাল ৪৫-৪৮, পোলাওয়ের চাল ৯০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিকেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২১০-২২০, ব্রয়লার ১৫০ ও লেয়ার ২৫০ টাকা। গরুর মাংসের কেজি বিক্রি ৫৮০-৬০০ ও খাসির মাংস ৮০০-৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

[৫] কাওরান বাজারের সবজি ব্যবসায়ী ওহাব মিয়া বলেন, লকডাউনের কারণে সবজির গাড়ি কম আসছে। একই সঙ্গে বৃষ্টির কারণে বাজারে ক্রেতাও কম থাকার পরেও সবজির দাম কিছুটা বেড়েছে।

[৬] কারওয়ান বাজারে কথা হয় মোতালেবের সঙ্গে। তিনি বলেন, মাছ ও মুরগির দাম বেড়েছে। তবে সবজির দাম কিছুটা বাড়লেও সহনীয় পর্যায়ে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়