শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০৭:২৯ বিকাল
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কঠোর লকডাউনে বেড়েছে মাছ-মুরগি ও সবজির দাম

সমীরণ রায়: [২] করোনা সংক্রমণ রোধে দেশে সাতদিনের লকডাউন আর দুদিন ধরে টানা বৃষ্টিতে প্রভাব পড়েছে কাঁচাবাজারে। এতে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে সব ধরনের পণ্যের।

[৩] শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বেগুন ৬০, করলা ৬০, টমেটো ৮০, বরবটি ৬০, চাল কুমড়া কেজি ৪০-৫০, লাউ ৬০, মিষ্টি কুমরার কেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৪০, পটল ৪০, ঢেঁড়স ৪০, লতি ৬০, ধুন্দুল ৫০, কচুর মুখি ৫০, আলু কেজি ২৫, পেঁয়াজ ৫০-৫৫, কাঁচা মরিচের কেজি ৪০, কাঁচকলার হালি ২৫-৩০, পেঁপে কেজি ৪০, শসার ৪০, কাকরোল ৪০ টাকা ও লেবুর হালি বিক্রি হচ্ছে ১০-১৫ টাকায়।

[৪] বোতলের লিটার প্রতি সয়াবিন তেল ১৫৩ ও খোলাটা ১৩০-১৩৫, পাম সুপারের কেজি ১১৫-১২০ টাকায় বিক্রি হচ্ছে। শুকনা মরিচ কেজি ১৫০-২৫০, রসুন ৮০-১৩০, আমদানি করা আদা ১৬০-১৮০, হলুদ ১৬০-২২০ টাকায় বিক্রি হচ্ছে। চিনি প্রতিকেজি ৭৮-৮০, প্রতিকেজি বিআর-২৮ চাল ৪৮-৫০, মিনিকেট ৬০-৬২, নাজিরশাইল ৬২-৬৫, মোটা চাল ৪৫-৪৮, পোলাওয়ের চাল ৯০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিকেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২১০-২২০, ব্রয়লার ১৫০ ও লেয়ার ২৫০ টাকা। গরুর মাংসের কেজি বিক্রি ৫৮০-৬০০ ও খাসির মাংস ৮০০-৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

[৫] কাওরান বাজারের সবজি ব্যবসায়ী ওহাব মিয়া বলেন, লকডাউনের কারণে সবজির গাড়ি কম আসছে। একই সঙ্গে বৃষ্টির কারণে বাজারে ক্রেতাও কম থাকার পরেও সবজির দাম কিছুটা বেড়েছে।

[৬] কারওয়ান বাজারে কথা হয় মোতালেবের সঙ্গে। তিনি বলেন, মাছ ও মুরগির দাম বেড়েছে। তবে সবজির দাম কিছুটা বাড়লেও সহনীয় পর্যায়ে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়