শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০৭:০০ বিকাল
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

আনোয়ার হোসাইন : [২] জেলা কারাগারে আবু সাঈদ (২৫) নামে এক হাজতি মারা গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় কারাগার থেকে শুক্রবার (২ জুলাই) সকাল পৌনে ১০টায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়া হাজতি আবু সাঈদ দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের মারুপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।

[৩] জেলার ভৈরবে র‌্যাবের হাতে মাদকসহ আবু সাঈদ আটক হওয়ার পর ভৈরব থানায় দায়ের করা মামলার আসামি হিসেবে গত বুধবার (৩০ জুন) থেকে তিনি কারাগারে অন্তরীণ ছিলেন।

[৪] কারাগারের জেল সুপার মো. বজলুর রশীদ জানান, গত বুধবার (৩০ জুন) চিকিৎসা প্রদানের নির্দেশনা দিয়ে আদালত থেকে আবু সাঈদকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে জেলা কারাগারের হাসপাতালে রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল।

[৫] বৃহস্পতিবার (১ জুলাই) ভোরের দিকে তার অবস্থার অবনতি ঘটলে কারা হাসপাতাল থেকে দ্রুত তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তি করে চিকিৎসা দেওয়ার পর বেলা ১২টার দিকে তাকে ছুটি দেয়া হলে  কারা হাসপাতালে ফিরিয়ে আনা হয়।

[৬] শুক্রবার (২ জুলাই) সকালে আবারও তার অবস্থার অবনতি ঘটলে  ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সকাল পৌনে ১০টায় হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৭] হাজতি আবু সাঈদের মৃত্যুর বিষয়টি পরিবারের লোকজনদেরও জানানো হয়েছে বলে জেল সুপার মো. বজলুর রশীদ জানিয়েছেন।

[৮] ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের (তত্ত্বাবধায়ক) উপপরিচালক ডা. মো. হেলাল উদ্দিন জানান, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক ওই হাজতিকে মৃত ঘোষণা করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়