শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০৩:৩৫ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০৩:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাষ্ট্রয়াত্ত্ব পাটকল বন্ধের ১ বছর: ৩ দফা দাবিতে কালো পতাকা ব্যানারে শোক র‌্যালি

রিয়াজুর রহমান: [২] শুক্রবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরীর আমিন জুট মিলের বদলি-অস্থায়ি শ্রমিকদের নেতৃত্বে পাটকল বন্ধের ১ বছর পূর্ণতে কালো দিবস পালন ও পাওনা দ্রুত পরিশোধ, বন্ধ পাটকল দ্রুত চালু’সহ ৩ দফা দাবিতে কালো ব্যাজ ধারন করে একটি শোক র‌্যালী পালন করে বদলি-অস্থায়ী শ্রমিকরা।

[৩] র‌্যালি শেষে কালো দিবসের একটি কালো পতাকা আমিন জুট মিল গেটে পার্শ্বে টাঙ্গিয়ে দেয়।

[৪] এসময় সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিকরা বলেন, অসহায় শ্রমিক, বিপন্ন দেশ, করোনার আগ্রাসী আচরনে বাংলাদেশ যখন অসহায় ঠিক ঐ সময়ে নিরীহ শ্রমিকদের কাঁধে বোঝা ছাপিয়ে বন্ধ করে দেয়া হয় দেশের ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল।

[৫] হাজার হাজার কোটি টাকা প্রনোদোনা দিয়ে মালিক গোষ্ঠীকে লালন করা হলেও নিজের সন্তানতুল্য রাষ্ট্রীয় পাটকলগুলোকে ছুড়ে ফেলা দেয়া আস্তাকুঁড়ে।

[৬] শ্রমিকরা বলেন, বদলি-অস্থায়ী শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়নি গত ১ বছরেও তবু মনোবল হারায়নি মিলের শ্রমিকরা, রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবিতে অনড় শ্রমিকরা, মৃত্যুর মুখে পতিত হয়েও দাবি আদায়ের ব্যত্যয়ে উঠে আসে আজকে পাটকলের কালো দিবসে শোক রেলিতে।

শোক র‌্যালিতে উপস্থিত ছিলেন- সাম্যবাদী আন্দোলনের নেতা সত্যজিৎ বিশ্বাস, বদলি সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সেলিম মিয়া, হানিফ মিয়া, কামাল উদ্দিন, শামসুন্নাহার সুমি সহ বদলি-অস্থায়ী শ্রমিকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়