শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ১২:৫৬ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২১, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি বিনামূল্যে বিতরণের ওষুধ কিনতে বাধ্য হচ্ছে রোগীরা

মিনহাজুল আবেদীন: [২] কোভিডের মধ্যে দেশের সরকারি হাসপাতালে ওষুধ চুরি থেমে নেই। অসাধু কর্মকর্তা-কর্মচারীর কাছ থেকে ওষুধ কিনে নিচ্ছে দালাল চক্র। তারপর সেই ওষুধ চলে যাচ্ছে বিভিন্ন ফার্মেসিতে। এভাবে ‘বিনামূল্যে বিতরণের’ ওষুধ কিনতে বাধ্য হচ্ছে রোগীরা। ডিবিসি টিভি

[৩] গোয়েন্দা পুলিশ রাজধানীর মিটফোর্ড এলাকায় অভিযান চালিয়ে একটি ফার্মেসির গুদাম থেকে সরকারি ২৭ ধরনের ৮ কার্টন ওষুধসহ বিভিন্ন ধরনের ট্যাবলেট ও ইনজেকশন উদ্ধার করে।

[৪] শুক্রবার ডিবিসি টিভির এক প্রতিবেদনে গোয়েন্দা বিভাগের (রমনা) উপ কমিশনার এইচ এম আজিমুল হক বলেন, ঢাকা শহরের বাহিরে বিভিন্ন জেলা-উপজেলায় যেসব সরকারি হাসপাতাল আছে সেখানে কিছু অসাধু লোকজন এর সঙ্গে জড়িত। এরা দালালদের কাছে চুরি করা ওষুধ বিক্রি করে, দালালরা বিভিন্ন ফার্মেসিতে ওষুধগুলো বিক্রি করে দেয়।

[৫] গোয়েন্দা কর্মকর্তারা জানান, যেসব সরকারি হাসপাতাল থেকে ওষুধ চুরি করে খোলা বাজারে ছাড়া হচ্ছে, সেগুলোর তালিকা পাওয়া গেছে। এছাড়া সরকারি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান থেকেও বিনামূল্যে বিতরণের ওষুধ ফার্মেসিতে সরবরাহ হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

[৬] পুলিশ জানায়, সরকারি ওষুধ বিক্রিতে জড়িত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়